ভেড়ামারায় বিএনপির সভায় জাসদের হামলা : ভাঙচুর : গুলিবিদ্ধসহ আহত ২

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপির সভায় জাসদের নেতা-কর্মীরা হামলা চালিয়ে অফিস ও মাইক্রোবাস ভাঙচুর করেছে। হামলায় বিএনপির দু নেতা গুলিবিদ্ধসহ আহত হয়েছেন।
গতকাল শনিবার দুপুর ১টার দিকে ভেড়ামারা শহরের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলামের বাসভবনে সভা চলাকালে হামলার এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, পৌরসভা নির্বাচনে ভেড়ামারা বিএনপি নেতা-কর্মীরা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করেছে এমন অভিযোগ তদন্ত করার জন্য জেলা বিএনপির একটি তদন্ত টিম ভেড়ামারায় আসেন।
জেলা বিএনপি’র সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলামের বাসভবনে বসে তদন্তকাজ চলাকালে সেখানে হামলা চালানো হয়।
এ সময় হামলাকারীরা গুলিবর্ষণ, বিএনপি অফিস ও মাইক্রোবাস ভাঙচুর করে। হামলায় বিএনপি নেতা মোশারফ হোসেন ও বকুল হোসেন নামে দুজন আহত হন। আহতদের কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলামের দাবি বিএনপির তদন্ত সভা চলাকালে জাসদের নেতা-কর্মীরা সেখানে হামলা চালিয়ে বেপরোয়া গুলিবর্ষণ ও ভাঙচুরের তাণ্ডবলীলা চালায়।