ভেড়ামারায় আটক জঙ্গিদের বিরুদ্ধে মামলা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা জঙ্গি আস্তানা থেকে আটক তিন নারী জঙ্গির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে ভেড়ামারা থানার এসআই রোকনুজ্জামান ভেড়ামারা থানায় এ মামলা দায়ের করেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন খন্দকার জানান, রবিবার রাতে আটককৃত জঙ্গিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। সেই সাথে অজ্ঞাত আরো কয়েকজনের নাম আছে। তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাচ্ছে না। জঙ্গিদের সাথে বাড়ির মালিকের যোগাযোগ থাকতে পারে। এজন্য তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তাকে পরে নারী জঙ্গিদের ব্যাপারে আরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও জানায় ওসি।
উল্লেখ্য, গত শুক্রবার রাত ১২টা থেকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া তালতলা এলাকায় একটি জঙ্গি আস্তানায় অপারেশন টেপিড পাঞ্চ নামের অভিযান চালায় কাউন্টার টেররিজম ইউনিট ও জেলা পুলিশ। ২২ ঘণ্টার এই যৌথ অভিযান রাত সাড়ে নয়টায় সমাপ্ত ঘোষণা করা হয়।