ভূমিদস্যুর কব্জা থেকে উদ্ধার করা হলো জমি

 

দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলার মধ্যে তুলনামূলকভাবে অনেক বেশী পরিমান সরকারি খাস জমি রয়েছে কার্পাসডাঙ্গায়। সরকারি জমির বেশীর ভাগই রয়েছে অপদখলে। জাল-জালিয়াতি ও প্রভাব খাটিয়ে এক শ্রেনীর ভূমি দস্যু চক্র জমি দখলে মেতে উঠেছে। কার্পাসডাঙ্গা-মুজিবনগর প্রধান সড়ক সংলগ্ন জমি দখল করে ভবন নির্মানের পায়তারা ভেস্তে গেলো একটি সময়বায় সমিতির নির্বাহী পরিচালকের। উপজেলা ভূমি অফিসার আব্দুল হালিম অভিযান চালিয়ে উচ্ছেদ করেছেন নির্মানাধীন ভবন। অভিযোগ উঠেছে, কার্পাসডাঙ্গা সমবায় সমিতির পরিচালক শফিকুল ইসলাম, বাজারের প্রধান সড়ক সংলগ্ন ৩/৪ শতক সরকারি জমি দখল করে রাতারাতি মাটি ভরাট করেছেন। সেখানে ভবন নির্মানের জন্য ভীত করা হলে সংবাদ পান দামুড়হুদা উপজেলা ভূমি অফিসার আব্দুল হালিম। গতকাল বুধবার সকাল ১০ টার দিকে কার্পাসডাঙ্গা ফাড়ি পুলিশের সহায়তায় নির্মানাধীন ভবন উচ্ছেদ করেছেন তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তার সহকারী জহির উদ্দিন বাবর, সার্ভেয়ার গোলাম মোস্তফা, কার্পাসডাঙ্গা বাজার ইজারাদার আব্দুস সালাম বিশ্বাস ও উপজেলা ভূমি অফিস সহায়ক আব্দুল করিম। তবে সরকারি জমি দখলদার শফিকুল ইসলামের বিরুদ্ধে কোন প্রকার আইনি ব্যবস্থা গ্রহন করা হচ্ছে কিনা তা পরিস্কারভাবে জানা যায়নি।।