ভুল মাথায় জয়ের মুকুট

মাথাভাঙ্গা মনিটর: জয় উদযাপনের এক সপ্তা পর জানা গেলো ভুল মানুষের মাথায় উঠেছে মুকুট।গত শনিবার মিস ফ্লোরিডা ২০১৪ প্রতিযোগিতায় এমনটিই ঘটেছে।ঘটনার একসপ্তা পর গত শুক্রবার আয়োজকরা জয়ের মুকুট ‘সঠিক ব্যক্তির’ মাথায় তুলে দিয়েআপাতত সমালোচনার তির্যক বাক্যবান থেকে খানিকটা হলেও রেহাই পেয়েছেন।আয়োজক সংস্থা জানিয়েছে, ভোটের হিসেবে গরমিল হওয়ায় এ অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত।ফ্লোরিডাবিশ্ববিদ্যালয়ের বিশ বছর বয়সী এলিজাবেথ ফেচেল গত শনিবার ফ্লোরিডার সেন্টপিটার্সবার্গে দু হাজার দর্শকের সরাসরি ভোটে ‘মিস ফ্লোরিডা’ খেতাব নিজেরকরে নেন।তবে শেষ মুহূর্তে পাঁচ বিচারকের একজন বিচারক তার সিদ্ধান্ত বদল করেন, যাতিনি ব্যালটের বাম পাশে উল্লেখও করেছিলেন। আর সেটিই ধরা পড়েনি ব্যালটকাউন্টারে।ভুল ধরা পড়ার পর ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির ২১ বছরবয়সী ভিক্টোরিয়া কোয়েন হন মুকুটের দাবিদার। প্রথম পর্যায়ে তিনি হয়েছিলেনপ্রথম রানারআপ।অবশেষে আয়োজক সংস্থা তাদের ভুল শুধরে সত্যিকারের জয়ী হিসেবে ‘মিস ফ্লোরিডা’ খেতাবে ভূষিত করেন ভিক্টোরিয়া কোয়েনকে।