ভিসি বিরোধী আন্দোলনে যাওয়ার হুমকি ইবি কর্মকর্তাদের

 

ইবি প্রতিনিধি: চার দফা দাবিতে উপাচার্য বিরোধী আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার কর্মবিরতি চলাকালে সমাবেশ থেকে কর্মকর্তারা এ হুমকি দেন। দাবি মেনে নিতে কর্মকর্তারা উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারকে ২৪ ঘণ্টার সময় বেধে দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়সূত্রে জানা যায়, চার দফা দাবিতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা ৪ ঘণ্টা কর্মবিরতি পালন করেন। কর্মবিরতি চলাকালে প্রশাসন ভবনের করিডোরে সমাবেশ করেন কর্মকর্তারা। এ সময় অর্ধশতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। সমাবেশ চলাকালে বক্তারা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা ন্যায্য ও যৌক্তিক দাবিতে আন্দোলন করছেন। অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের এ দাবির প্রতি কোনো কর্ণপাত করছেন না। এ রকম চলতে থাকলে কর্মকর্তারা বসে থাকবেন না। এ সময় দাবি মেনে নিতে কর্মকর্তারা উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারকে ২৪ ঘণ্টার সময় বেধে দেন।

কর্মকর্তা সমিতির সভাপতি মোহাম্মদ সোহেল বলেন, আমরা ন্যায্য দাবিতে আন্দোলন করছি। অন্য বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা যে সুযোগ-সুবিধা পান আমরাও সেই সুবিধা দাবি করেছি। আমরা আশা করি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অচিরেই আমাদের দাবি মেনে নেবে। অন্যথায় আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।

উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার বলেন, কর্মকর্তাদের দাবি বিষয়টির যৌক্তিকতা নিরুপনে শিক্ষক ও কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে দেয়া হয়েছে। কমিটির কাজ চলছে। কমিটির সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপরেজিস্ট্রার পদে সহযোগী অধ্যাপকের সমমান বেতন স্কেলসহ চার দফা দাবিতে গত ২৫ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতি পালন করে আসছেন। উপরেজিস্ট্রার পদে উল্লেখযোগ্য সংখ্যক পিয়ন-মালি পদ থেকে পদোন্নতি পেয়ে উপরেজিস্ট্রার হতে যাচ্ছেন। এদেরকে সহযোগী অধ্যাপকের সমমান বেতন স্কেল দেয়া হবে কি-না তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে।