ভাষা শহীদদের আদর্শকে অন্তরে লালন করে স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হতে হবে

1441,0,0,0,376,256,335,1,3,51,35,1,0,100

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা শাখার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার বিভিন্ন সরকারি-বেসরকারি বিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীবৃন্দ সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এবারের সাংস্কৃতিক প্রতিযোগিতা ছিলো কেরাত, হামদ-নাত, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর রচনা। পরে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান। স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এবিএম রবিউল ইসলাম।
প্রধান অতিথি বলেন, ৫২’র ভাষা আন্দোলন এবং ভাষা শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত মাতৃভাষার কদর করতে হবে। ভাষা আন্দোলন পরবর্তীতে রূপ নেয় মুক্তিযুদ্ধে। বাংলাদেশের প্রতিটি সংগ্রামে ভাষা আন্দোলন ছিলো মূলমন্ত্র। তাই ভাষা শহীদদের আদর্শকে অন্তরে লালন করে এবং স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতে হবে। আরও বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতার ১২ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া দোয়া মাহফিল পরিচালনা করেন চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এবিএম রবিউল ইসলাম।