ভালোবাসার নামে ফাজলামি বন্ধের জন্য কুমিল্লায় মানববন্ধন

 

স্টাফ রিপোর্টার: ভালোবাসার মূল্য দিতে গিয়ে আজীবন চিরকুমার থাকা কুমিল্লা চিরকুমার সমিতির সদস্যরা ভালোবাসা দিবসে জানালো এক অভিনব প্রতিবাদ। শনিবার কুমিল্লা শহরে বিশ্ব ভালোবাসা দিবসে তারা ফাজলামি বন্ধের দাবিতে ব্যানার হাতে মানববন্ধন করেছেন। মানববন্ধনের সময় তারা জানান, ভালোবাসা একটি স্বর্গীয় ও গুরুত্বপূর্ণ জিনিস, এ জন্যই তারা ভালোবাসার মূল্য দিতে গিয়ে চিরকুমার রয়েছেন। কিন্তু বর্তমান প্রজন্মকে দেখা যায় বিশ্ব ভালোবাসা দিবসটিকে কৌতুকপূর্ণ বিটলামি ও ছেলেমানুষীসহ কুরুচিপূর্ণ নানা অপকর্মসহ ফাজলামির অপসংস্কৃতির জন্ম দিয়েছে। দিনে দিনে তা আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি বসন্তবরণকে বাদ দিয়ে ভিনদেশি অনৈতিক অপকর্মের সংস্কৃতি চালু করেছে, পবিত্র ভালোবাসাকে অপবিত্র করছে এবং গুরুত্বপূর্ণ ভালোবাসাকে কৌতুকে পরিণত করেছে। ভালোবাসার জন্য যারা চিরকুমার রয়েছেন তাদের কাছে সাম্প্রতিককালের এ বিষয়টি অত্যন্ত ক্ষুব্ধ ও প্রতিবাদ মুখর করেছে। চিরকুমার সমিতি কুমিল্লা আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রদীপ কুমার পাল বাবলু, মহাসচিব ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, সহসভাপতি তপন সরকার, কোষাধ্যক্ষ ডা. অঙ্কুর দত্ত, দপ্তর সম্পাদক রতন কুমার মজুমদার, রিপন চৌধুরী, কালিপদ দেবনাথ, জয়দাস গুপ্ত, বাদল, রনি, আপন প্রমুখ। চিরকুমার সমিতির সাথে একাত্মতা প্রকাশ করেন কবি, সংগঠক ও নাট্যাভিনেতা ফখরুল হুদা হেলাল, জয়ন্ত কুমার দেবনাথ বাপ্পা, আব্দুল্লাহ আল মারুফ, মুন্না, রুবেল, হাবিব, পাপন, তারেক, রনি প্রমুখ।