ভারতে স্কুল বাসে ট্রেনের ধাক্কায়১৪ শিশুর মৃত্যু

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতেরতেলেঙ্গানা রাজ্যে ট্রেনের ধাক্কায় একটি স্কুল বাসেরচালক ও অন্তত ১৪শিশু নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, একটি লেভেল ক্রসিঙে স্কুল বাসটিকেধাক্কা দিয়ে কয়েকশ’ মিটার দূরে নিয়ে যায় দ্রুতগামী একটি ট্রেন।রাজ্যের মেডাক জেলার মাসাইপেট গ্রামের একটি লেভেল ক্রসিঙ গতকাল বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।বিশ্বেরসবচেয়ে বড় ও জটিল রেলওয়ে নেটওয়ার্ক রয়েছে ভারতে। দেশটিতে প্রতিদিন ৯ হাজারট্রেনে করে প্রায় দু কোটি ৩০ লাখ মানুষ যাতায়াত করেন। গত কয়েক বছরে ভারতেকয়েকটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শ শ মানুষ নিহত হয়েছে। গতমাসেও বিহারজেলায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে চারজন নিহত ও ১০ জন আহত হয়। এরআগে মে মাসে উত্তর প্রদেশে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে একটিমালবাহী ট্রেনে আঘাত করলে অন্তত ২০ যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়।