ভারতে মুসলমান কর্মীর রোজা ভাঙানোর অভিযোগ

মাথাভাঙ্গা মনিটর: ভারতের দিল্লির মহারাষ্ট্র সদনে রোজাদার এক কর্মীকে খাবার গ্রহণে বাধ্যকরার অভিযোগ উঠেছে শিবসেনার ১১ জন সাংসদের বিরুদ্ধে। বিষয়টি লোকসভা পর্যন্তগড়িয়েছে।
গতকাল বুধবার এক প্রতিবেদনেজানানো হয়, গত সপ্তাহে মহারাষ্ট্র সদনে ঘটনাটি ঘটে বলে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, মহারাষ্ট্র সদনেমহারাষ্ট্রীয় খাবার পরিবেশন না করায় শিবসেনার ওই ১১ জন সংসদ সদস্য ক্ষুব্ধ হন।এরপর তারা খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ডটুরিজম করপোরেশনের এক মুসলিম তত্ত্বাবধায়ককে রোজার মধ্যে ‘চাপাতি’ (একধরনের রুটি) খেতে বাধ্য করেন।মহারাষ্ট্রের মুখ্য সচিব জে শাহারিয়ারেরকাছে পাঠানো এক চিঠিতে অরবিন্দ সাওয়ান্তসহ শিবসেনার অপর ১০ জন সাংসদেরবিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।অরবিন্দ সাওয়ান্ত তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। এ-সংক্রান্ত প্রতিবেদন মিথ্যাও ভিত্তিহীনবলে দাবি করেছেন তিনি।ঘটনারপ্রতিবাদে মহারাষ্ট্র সদনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ইন্ডিয়ান রেলওয়েক্যাটারিং অ্যান্ড টুরিজম করপোরেশনের কর্মীরা তাদের সব ধরনের কাজ বন্ধ করেদেন।সাবেক রেলমন্ত্রী মালিকার্জুন খারগে বিষয়টি গতকাল বুধবার লোকসভায় তুলেছেন। এ নিয়ে সেখানে উত্তেজনা দেখা দেয়।