ভারতের মহীশুরের ওয়াদিয়ার রাজবংশের নতুন মহারাজা নির্বাচিত

মাথাভাঙ্গা মনিটর: ৬০০ বছরের ঐতিহ্য অনুযায়ী ভারতের মহীশুরের ওয়াদিয়ার রাজবংশের নতুন মহারাজা নির্বাচিত হয়েছেন ইয়াদুভির কৃষ্ণাদত্ত চামারাজা। প্রায় দু ঘণ্টার অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে রাজমুকুট পরিয়ে দেয়া হয় ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটসের ২৩ বছর বয়স্ক এ স্নাতককে। তার পিতামহের ভাই শ্রীকান্ত দত্ত নরসিমহারাজা ওয়াদিয়ার উত্তরসূরি হিসেবে তিনি এ দায়িত্ব পেলেন।

কোন সন্তান না রেখেই ২০১৩ সালের ডিসেম্বরে মারা যান শ্রীকান্ত দত্ত নরসিমহারাজা। পরবর্তী উত্তরাধিকারী হিসেবে কাউকে মনোনীত করেও রেখে যাননি তিনি। নতুন মহারাজার অভিষেকে উপস্থিত ছিলেন দেশি-বিদেশি একহাজারের বেশি অতিথি তার স্ত্রী প্রামোদাদেবি ওয়াদিয়ার এ তরুণকে দত্তক হিসেবে গ্রহণ করে। এরপরে তাকে রাজবংশের নতুন কর্ণধার হিসেবে নির্বাচিত করা হয়। অভিষেকের পর নতুন মহারাজার পুরো নাম হবে ইয়াদুভির কৃষ্ণদত্ত চামারাজা ওয়াদিয়ার।