ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আজ আসছেন

স্টাফ রিপোর্টার: ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ২ দিনের সরকারি সফরে আজ ঢাকায় আসছেন। বাংলাদেশ-ভারত জয়েন্ট কনসালটেটিভ কমিশন (জেসিসি) বৈঠকে যোগদানের লক্ষ্যে তার এ সফর। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে সই হওয়া বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হতে পারে। এছাড়া সফরের সময় রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক পরিস্থিতির বিষয়ও গুরুত্ব লাভ করতে পারে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। ভারতের পররাষ্ট্রমন্ত্রী একটি বিশেষ বিমানে দুপুর ১টা ৫৫ মিনিটে বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে অবতরণ করবেন। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তাকে স্বাগত জানাবেন বলে আশা করা হচ্ছে। আজ বিকালে সোনারগাঁও হোটেলে দু দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে জেসিসি বৈঠক অনুষ্ঠিত হবে। তারপর সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেখানে সুষমা স্বরাজ ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সৈন্যদের ব্যবহার করা আগ্নেয়াস্ত্র প্রতীকী হিসেবে শেখ হাসিনার কাছে হস্তান্তর করবেন। মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে সহায়তা করেছিলো। ওই সময়ে প্রায় ১৭০০ ভারতীয় সৈন্য আত্মাহুতি দেন। তাদের ব্যবহার করা সমরাস্ত্রের একটি প্রদর্শনী সুষমা স্বরাজের সফরকালে সোনারগাঁও হোটেলের বলরুমে থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্রটি জানায়, সফরের দ্বিতীয় দিন সোমবার ভারতীয় হাইকমিশনের নিজস্ব কর্মসূচিতে যোগ দেবেন সুষমা স্বরাজ। সকাল সাড়ে ৯টায় ভারতীয় হাইকমিশনে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর উপস্থিতিতে নতুন চ্যান্সারি কমপ্লেক্সের উদ্বোধন করবেন সুষমা স্বরাজ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সেখানে ১৫টি উন্নয়ন কর্মসূচি প্রকল্পের উদ্বোধন করবেন। সেখানে তিনি অতিথিদের উদ্দেশে বক্তব্য রাখবেন। এছাড়াও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ এবং বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের আলাদা বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী শনিবার সন্ধ্যায় বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে সুষমা স্বরাজের একটি বৈঠক হবে। তবে বৈঠকটি কখন, কোথায় হবে তা এখনও চূড়ান্ত করে বলা যাবে না।