ভারতীয় টিভি চ্যানেল সম্প্রচারের তথ্য চেয়েছেন হাইকোর্ট

স্টাফ রিপোর্টার: বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল সম্প্রচারের বিষয়ে তথ্য জানতে চেয়েছেনহাইকোর্ট। আগামী মঙ্গলবার পরবর্তী দিন ধার্য রেখে ভারতীয় চ্যানেলসম্প্রচারে অনুমোদন ও কার্যক্রম পরিচালনায় অর্থ জমা দেয়ার বিষয়ে সংশ্লিষ্টপক্ষকে তথ্য জানাতে বলা হয়েছে।

বাংলাদেশে ভারতীয় তিনটি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে ব্যবস্থা নিতেনির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে গতকাল বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে অবকাশকালীন বেঞ্চওই তথ্য জানাতে বলেন। চ্যানেল তিনটি হলো স্টার জলসা, স্টার প্লাস ও জিবাংলা।৭ আগস্ট আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলী রিটটি করেন। রিটে ভারতীয় এতিনটি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে সাত দিনের মধ্যে ব্যবস্থা নিতেনির্দেশনা চাওয়া হয়।