ভাগ্য বাঁচিয়েছে পরিবারটিকে

মাথাভাঙ্গা মনিটর: ইউক্রেনে বিধ্বস্ত হওয়া মালয়েশিয়ার বিমানটিতে শিশুসন্তান নিয়ে ওঠার কথা ছিলোব্যারি ও ইজ্জি সিম নামের স্কটল্যান্ডের এক দম্পতির। পর্যাপ্ত আসন নাথাকায় অন্য বিমানে তুলে দেয়ায় সৌভাগ্যক্রমে বেঁচে যায় এই পরিবারটি।গত বৃহস্পতিবারনেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম থেকে এমএইচ-১৭ ফ্লাইটে করে মালয়েশিয়াররাজধানী কুয়ালালামপুর যাওয়ার কথা ছিলো সন্তানসহ ওই দম্পতির।ব্যারি ওইজ্জি জানান, মালয়েশিয়ার বিমানে করেই তারা সব সময় বিদেশ ভ্রমণ করেন।ঘটনার দিন ঠিক সময়ে তারা বিমানবন্দরে হাজির হন। তবে মালয়েশিয়ার বিমানটিতেপর্যাপ্ত আসন নেই বলে তাদের জানান বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মীরা। এরকয়েক ঘণ্টা পর তাদের অনেকটা জোর করে অন্য একটি ফ্লাইটে (কেএলএম) তুলেদেয়া হয়।পরে ওই দম্পতি জানতে পারে, এমএইচ-১৭ ফ্লাইটটি রাশিয়ারসীমান্তবর্তী পূর্ব ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়ে বিমানে থাকা২৯৮ আরোহীর সবাই নিহত হয়েছেন।বিস্ময়করভাবে বেঁচে যাওয়ায়সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ওই দম্পতি। সেদিনের ঘটনা মনে করেতারা বললেন, ‘নিশ্চয় কেউ একজন আমাদের দেখে রেখেছেন।’