ভাগ্যের চাকা ঘোরাতে মালয়েশিয়া গিয়ে হৃদয়যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন আলমডাঙ্গার বিনোদপুরের মনিরুজ্জামান

 

আলমডাঙ্গা ব্যুরো: মালয়েশিয়ায় স্ট্রোক করে মৃত্যুবরণকারী আলমডাঙ্গার বিনোদপুর গ্রামের মনিরুজ্জামানকে (৪৮) গতকাল শনিবার নিজ গ্রামে দাফন করা হয়েছে। গত বুধবার তিনি মালয়েশিয়ার আমা শহরে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। গতকাল শনিবার সকালে মরহুমের লাশ গ্রামের বাড়িতে পৌঁছায়।

পরিবার ও গ্রামসূত্রে জানা গেছে, আলমডাঙ্গার ডাউকী ইউনিয়নের বিনোদপুর গ্রামের মৃত আকবর আলী বিশ্বাসের ছেলে মনিরুজ্জামান (৪৮) ভাগ্যের চাকা ঘোরাতে ১৮/১৯ বছর আগে মালয়েশিয়ায় যান। একটানা ১২/১৩ বছর সেখানে কাজ করার পর দেশে ফেরেন। মাত্র কয়েক বছর দেশে অবস্থানের পর আবারও তিনি মালয়েশিয়ায় যান। এ যাত্রায় প্রায় আড়াই বছর যাবৎ তিনি মালয়েশিয়ার আমা শহরে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন। গত বুধবার ১৬ মার্চ বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে মনিরুজ্জামান তার দুলাভাই কুষ্টিয়া জেলার ইবি থানার তেলটুপি গ্রামের আনোয়ার হোসেনের সাথে মোবাইলফোনে কথা বলছিলেন। এরই এক পর্যায়ে মনিরুজ্জামান স্ট্রোকে আক্রান্ত হন। সে সময় তাকে আমা শহরের এক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বিশেষ ব্যবস্থাপনায় লাশ দেশে আনা হয়। গতকাল শনিবার সকালে লাশ নিজ গ্রামে বিনোদপুরে পৌঁছে। বেলা ১১টায় জানাজা শেষে গ্রামের গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। এদিকে, লাশ গ্রামের বাড়িতে পৌঁছুলে এক শোকবিহ্বল পরিবেশের সৃষ্টি হয়। প্রিয়জন ও নিকট আত্মীয়ের বুকফাঁটা আর্তনাদে এলাকার বাতাস ভারি হয়ে উঠে। মৃত মনিরুজ্জামানের ৫ বছর বয়সী একমাত্র সন্তান আল আমিনকে নিয়ে তার স্ত্রী এখন অথই সাগরে পড়েছেন।