ভাগ্যের চাকা ঘোরাতে মালয়েসিয়ায় গিয়ে লাশ হয়ে ফিরেলেন আলমডাঙ্গার বেতবাড়িয়ার বদরুল

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: গত ১ বছর ২ মাস আগে আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের বদরুল মালোয়েসিয়া যান। সেখানে নির্মাণ শ্রমিকের কাজ নেন। তিনি গত রোববার ডাইরিয়া জনিত রোগে মৃত্যু বরণ করেন। গতপরশু ভোর ৫টার দিকে বিমানযোগে লাশ দেশে পৌঁছায়।  গতকাল দুপুর ১২টার দিকে লাশ নেয়া হয় গ্রামে। বেলা ২টার দিকে গ্রামের পারিবারিক কবরস্থানে  জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়।

পারিবারিকসূত্রে জানা গেছে, আলমডাঙ্গার বেতবাড়িয়া গ্রামের মৃত মিন্টু রহমানের ছোট ছেলে ৪ সন্তানের জনক বদরুল ইসলাম (৩৮) ভাগ্যের চাকা ঘোরাতে গত ১ বছর ২ মাস আগে মালয়েসিয়া পাড়ি জমান। কয়েকদিন ধরে ডাইরিয়ায় ভুগছিলেন তিনি। গত ২৩ অক্টোবর স্থানীয় সময় রাত ১২টার দিকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। রুমের সঙ্গীরা তাকে হাতপাতালে নিয়ে ভর্তি করেন। রাত ২টার দিকে চিকিৎসক তাকে মৃত্য বলে ঘোষণা করেন। মোবাইলফোনের মধ্যেমে সংবাদটি নিকট আত্মিয়দের কাছে পৌঁছুলে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। বদরুলের মা, স্ত্রী সন্তান ও নিকট আত্মিয়দের কান্নায় এলাকার বাতাস ভারি হয়ে উড়ে। গত পরশু ভোর ৫টার একটি বিমানযোগে লাশ দেশে আনা হয়। গতকাল দুপুর ১২টার দিকে মাইক্রোবাসযোগে লাশ নেয়া হয় বেতবাড়িয়ায়। মৃত্যদেহকে এক নজর দেখতে জনতার ঢল নামে। বেলা ২টার দিকে গ্রামের পারিবারিক কবরস্থানে লাশের জানাজা শেষে লাশের দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।