ব্লগার অনন্ত হত্যায় জড়িত সন্দেহে দু ভাই গ্রেফতার

স্টাফ রিপোর্টার: ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যায় জড়িত সন্দেহে সিলেটের কানাইঘাট থেকে দু ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার আব্দুল্লাহেল বাকী শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন- মান্নান ইয়াহিয়া (২৪) ও তার ভাই মোহাইমিন নোমান (২১)। আদালতের অনুমতিতে তাদের সাত দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। কানাইঘাট উপজেলার পূর্বপালজুড় গ্রামের হাফিজ মইনউদ্দীনের ছেলে ইয়াহিয়া সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে কিছুদিন লেখাপড়া করেছেন বলে সিআইডি কর্মকর্তা বাকী জানান। গত ১২ মে সকালে সিলেটের সুবিদবাজার এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত অনন্ত শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম বিষয়ে মাস্টার্স করার পর একটি ব্যাংকে চাকরি করতেন। ব্লগে ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে লিখতেন তিনি। সোচ্চার ছিলেন যুদ্ধাপরাধের সর্বোচ্চ সাজার দাবিতে গণজাগরণ মঞ্চের আন্দোলনে। আব্দুল্লাহেল বাকী বলেন, ইয়াহিয়া ২০০৯ সালে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন। স্নাতক শেষ না করেই বিশ্ববিদ্যালয় ছাড়েন তিনি।