ব্যাপক দুর্ঘটনার ঝুঁকিতে ঝিনাইদহ-যশোর ও কালীগঞ্জ-চুয়াডাঙ্গা সড়ক

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ যশোর ও কালীগঞ্জ কোটচাঁদপুর সড়ক অতি নিম্নমানের ইট দিয়ে মেরামত করা হচ্ছে মহাসড়ক। বিভিন্ন সড়কে গিয়ে দেখা গেছে, নারী ও পুরুষ শ্রমিক দিয়ে সড়কের বড় বড় গর্ত ইট দিয়ে ভরাট করা হচ্ছে। নিম্নমানের ইট দেয়ার কারণে রাস্তা আরও বেশি ভাঙছে। মাঝে মাঝে ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা এমনকি বাস-ট্রাক উল্টে যাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। ঝিনাইদহের সড়ক দিয়ে ঢাকা, রাজশাহী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে যাত্রীবাহী বাসসহ নানা ধরনের যানবাহন চলাচল করে। বেহাল সড়কে বেশ ঝুঁকি নিয়েই চলাচল করছেন দূরপাল্লার যাত্রীরা। কয়েকদিনের টানা বৃষ্টিতে ঝিনাইদহের সব সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। নির্মাণ বা মেরামতের কাজ নিম্নমানের হওয়ায় সড়ক মোটেই টিকছে না। বাসমালিক জাহাঙ্গীর হোসেন বলেন, সড়ক খারাপ থাকার কারণে চালকরা গাড়ি চালাতে চাচ্ছেন না। চালকরা বলছেন রাস্তা খারাপ থাকার কারণে বাস চালানো কষ্ট হচ্ছে। অনেক স্থানে গাড়ির চাকা আটকে যাচ্ছে। ফলে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিচ্ছে। মেরামতের পরও ঝিনাইদহের চুটলিয়া, তেতুলতলা, বিষয়খালী, ডাকবাংলা, খয়েরতলা-বাকুলিয়া, কেয়াবাগান, কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

ইজিবাইকচালক আব্দুর রহিম বলেন, ইট দেয়ার কারণে প্রায়ই ইজিবাইক উল্টে যায়। এ নিয়ে চরম ঝুঁকিতে গাড়ি চালাতে হয় আমাদের। রাস্তায় বড় বড় গর্তে পানি জমে থাকলে বাইসাইকেল নিয়ে চলাচল করতে বেশ কষ্ট হয়। অনেকে আবার গর্তের মধ্যে পড়ে যান। জানালেন পথচারী নাজমুল হোসেন। ঝিনাইদহ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সেলিম আজাদ খান সাংবাদিকদের বলেন, বর্ষা মরসুম শেষ না হলে পিচ-পাথর দেয়া হবে না। আর দিলেও সেটা টিকবে না। এজন্য যাত্রীদের চলাচলের সুবিধার্থে ইট দিয়ে গর্ত ভরাট করা হচ্ছে।