বেতন বৈষম্যের প্রতিবাদে মেহেরপুরে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

মেহেরপুর অফিস: প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন বৈষম্যের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মেহেরপুর পৌর প্রাথমিক বিদ্যালয় মাঠে সহকারী শিক্ষকবৃন্দ মানববন্ধন করেছেন। মানববন্ধন শেষে মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহম্মেদ বিজন স্বারক লিপি গ্রহণ করেন। এ সময় জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কমরউদ্দিন, জেলা প্রচার সম্পাদক আবু লায়েছ, দফতর সম্পাদক নূরুল গনি, সমিতির সদর উপজেলা সভাপতি ইকবাল হোসেন, সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য হেরেজ আলী, ইকাব আলী, মোস্তফা, স্বপন, মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। শিক্ষকদের দাবি- দেশের ৩ লাখ সহকারী শিক্ষক বেতন বৈষম্যের শিকার হয়েছেন। প্রায় ৬০ হাজার প্রশিক্ষণ প্রাপ্ত প্রধান শিক্ষকদের ১১তম গ্রেডে ৬ হাজার ৪০০ টাকা স্কেলে এবং প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকদের ১২তম গ্রেডে ৫ হাজার ৯০০ টাকা স্কেল প্রদানের ঘোষণা দিয়েছে সরকার। এতে সহকারী শিক্ষকদের বেতন ৩ ধাপে পড়েছে। ওই ঘোষণায় প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকবৃন্দ ১৪তম গ্রেডে ৫ হাজার ২০০ টাকা ও প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকবৃন্দ ১৫তম গ্রেডে ৪ হাজার ৯০০ টাকা স্কেলে বেতন পাবেন। সহকারী শিক্ষকদের দাবি প্রধান শিক্ষকদের একধাপ নিচের স্কেলে বেতন দিতে হবে। সহকারী শিক্ষকদের দাবি, ১৫তম গ্রেডে ৪ হাজার ৯০০ টাকা বেতন বদলে ১৩তম গ্রেডে ৫ হাজার ৫০০ টাকা স্কেলে বেতন দিতে হবে। এ দাবি পূরণ না হওয়া পযর্ন্ত সংগ্রাম আন্দোলন চলবে বলে স্মারকলিপিতে দাবি করা হয়। একই দাবিতে সহকারী শিক্ষকরা আগামী ২০ এপ্রিল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করবেন।