বেগুয়ারখালর সজীব ও মিলন নামের দু বখাটের উৎপাত ও উত্ত্যক্তে জেসিবি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা অতিষ্ঠ

 

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার বেগুয়ারখাল গ্রামের কলেজপড়ুয়া সজীব ও মিলন নামের দু বখাটের উৎপাতে জেসিবি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা অতিষ্ঠ। গত বৃহস্পতিবার ৮ম শ্রেণির এক ছাত্রীর হাত ধরে টানাটানির সময় শিক্ষক বাধা দিলে দু বখাটে ওই শিক্ষকের সাথে মারমুখি আচরণ করে। সে সময় বিদ্যালয়ের সকল শিক্ষক ঘটনাস্থলে গিয়ে দু বখাটেকে আটকে রাখে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার প্রত্যন্ত পল্লি বেগুয়ারখালের আজম আলীর কলেজ পড়ুয়া ছেলে মিলন আলী ও তার বন্ধু একই গ্রামের মোশারেফ আলীর ছেলে সজীব। মিলন খাসকররা কলেজে আর সজীব আলমডাঙ্গা ডিগ্রি কলেজের ছাত্র। গত বৃহস্পতিবার বিদ্যালয় চলাকালীন তারা দু বন্ধু জেসিবি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়। সে সময় বিদ্যালয়ে পড়ুয়া ৮ম শ্রেণির এক মেধাবী ছাত্রীকে মিলন হাত ধরে টানাটানি করে। এই দৃশ্য দেখে এক শিক্ষক সেখানে গিয়ে মিলনকে বকাঝকা করেন। সে সময় মিলনের বন্ধু সজীব সে শিক্ষকের সাথে মারমুখি আচরণ করেন। বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ের সকল শিক্ষক ঘটনাস্থলে উপস্থিত হন। তারা দু বখাটেকে আটকে রাখে। সে সময় তাদের অভিভাবকে সংবাদ দেয়া হলেও তারা বিদ্যালয়ে যাননি। অভিযোগ উঠেছে ২ বখাটের একজন বিদ্যালয় ম্যানেজিং কমিটির এক প্রভাবশালী সদস্যের ছেলে। অভিযোগ উঠেছে, ওই দু বখাটের উত্ত্যক্তের শাস্তির ব্যবস্থা না করা হলে এলাকার অভিভাবকরা ওই বিদ্যালয়ে নিজেদের মেয়েকে আর পাঠাবেন না। এ ব্যাপারে আগামী সোমবার সালিস হওয়ার কথা রয়েছে বলে এলাকাসূত্রে জানা গেছে।