বেগমপুর বিলপাড়ার ছোট বাবুর কাণ্ড : পত্রিকা বিক্রয় প্রতিনিধি মোতালেবকে মারপিট করে কেড়ে নিয়েছে টাকা ছিড়েছে পত্রিকা

দর্শনা অফিস: বেগমপুর বিলপাড়ার ছোট বাবুর বিরুদ্ধে পত্রিকা বিক্রয় প্রতিনিধিকে মারধর করে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। বাবুর বিরুদ্ধে পুলিশে নালিশ করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বিলপাড়ার ফুলতলায় গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। কোটালীর মোতালেব দীর্ঘদিন ধরে পাঠকদের হাতে দৈনিক মাথাভাঙ্গা পত্রিকা পৌঁছে দেয়ার দায়িত্ব পালন করছেন। গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ফুলতলামোড়ে পৌঁছে এক পাঠকের সাথে কথা বলছিলেন মোতালেব। পাশেই মোবাইলফোনে কথা বলছিলেন বিলপাড়ার মাঈনুদ্দিনের ছেলে এলাকার চিহ্নিত মাদককারবারী ছোট বাবু। কোনো কারণ ছাড়াই মোতালেবের ওপর ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে ছিনিয়ে নেয় নগদ টাকা ও মোবাইলফোন। আছড়ে ভাঙে বাইসাইকেলটি। কাছে থাকা পত্রিকাগুলো ছিঁড়ে ফেলে। এ ঘটনায় বেগমপুর পুলিশ ক্যাম্পে বাবুর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এ পর্যন্ত পুলিশ বাবুকে গ্রেফতার করতে পারেনি। দোষ ঢাকতে বাবু বিভিন্ন মহলে ধরনা দিচ্ছে নিজেকে রক্ষা করতে। বাবু মাদককারবারীচক্রের হোতা বলেও অভিযোগ রয়েছে।