বেগমপুর ক্যাম্প পুলিশের অভিযানে গরুচোরের হোতা লোকনাথপুরের মহিদুল গ্রেফতার

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ক্যাম্প পুলিশ দামুড়হুদার লোকনাথপুর গ্রামে অভিযান চালিয়ে গরুচোরের হোতা মহিদুলকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করেছে পুলিশ।

জানা গেছে, মাস খানেক আগে চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়নের দোস্ত মোল্লাপাড়ার সাত্তার মোল্লার ছেলে বিল্লাল হোনের একটি ষাড় গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। ঘটনার ৭ দিনের মাথায় বেগমপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই মাহাবুল করিম গ্রেফতার করেন দামুড়ুহুদার প্রতাবপুর গ্রামের খোয়াজ আলীর ছেলে ইদবার হোসেন অরফে ইদু এবং জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের করচাডাঙ্গা গ্রামের খোরশেদ আলমের ছেলে ইমান আলীকে (২৬)। সে সময় ইদুর স্বীকারোক্তিতে লোকনাথপুর মাঝের পাড়ার শুকুর আলী মণ্ডলের ছেলে মহিদুলের রান্না ঘরের মধ্য থেকে উর্দ্ধার করেন বিল্লালের চুরি যাওয়া গরুটি। পুলিশি উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মহিদুল। এ ঘটনায় বিল্লাল হোসেন বাদী হয়ে গরু চোর সিন্ডিকেটের  সদস্য ইমান আলী,  ইদু, মহিদুল আজিজুল ও বাবলুকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে লোকনাথপুর গ্রামের শুকুর আলীর ছেলে এ মামলার অন্যতম আসামি চিহ্নিত গরুচোর মহিদুল ইসলামকে (৪০) তার বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মহিদুলকে গতকালই চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করেছে পুলিশ।