বেগমপুর ইউনিয়ন পরিষদের ২০১৬-১৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভায় জেলা ডিজিটাল বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন

 

নজরুল ইসলাম: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন পরিষদের ২০১৬-১৭ অর্থবছরের উন্মুক্ত বাজাটে সভা গতকাল রোববার দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দের সভাপতিত্বে বাজেট সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। এ সময় তিনি বলেন, একটি পরিবার পরিচলনার জন্য যেমন পরিকল্পনা ও অর্থের প্রয়োজন হয়। তেমনি একটি ইউনিয়ন পরিষদের জনগণের সেবার জন্য একটি পরিকল্পনা এবং তা বাস্তবায়নের জন্য লাগে অর্থ। আর এ অর্থ কাজে লাগানোর জন্য বাজেট প্রণয়ন অত্যান্ত জরুরি। ডিজিটাল বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপপরিচালক (ভারপ্রাপ্ত) স্থানীয় সরকার শাখার আনজুমান আরা, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান, আরডিসি তরিকুল ইসলাম, এনডিসি মুনিবুর রহমান, সহকারী কমিশনার সৈয়দা নাফিজ সুলতানা, জেসমিন নাহার, নিমতলা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল বারেক।

হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শফিকুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার। বক্তব্য রাখেন বেগমপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ, শিক্ষক আ.রাজ্জাক, আ.রহিম, আজিজুল হক, ইউপি সদস্য কায়েস উদ্দীন, কৃষি অফিসার নিয়ামত আলী, আলমগীর হোসেন, বজলুর রহমান, শিক্ষক আবু হানেফ, জিয়াউল হক, ইউপি সদস্য জিল্লুর রহমান, আলী কদর, আবুসালে, আক্কাচ আলী, এরেং মণ্ডল, আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মফিজ উদ্দীন। ২০১৬-১৭ অর্থ বছরের ১ কোটি ২৫ লাখ ৩ হাজার ৯৬০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।