বেকারদের সম্পদে রূপান্তর করতে আউট সোর্সিঙের গুরুত্ব অপরিসীম

চুয়াডাঙ্গায় দিনব্যাপী লার্নিং অ্যান্ড আর্নিং মেলার উদ্বোধন অনুষ্ঠানে হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি

স্টাফ রিপোর্টার: ‘আমরা হবো জয়ী, আমরা দুর্বার, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি হবে হাতিয়ার’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চুয়াডাঙ্গায় দিনব্যাপী লার্নিং অ্যান্ড আর্নিং মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় শহরের টাউন ফুটবল মাঠে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ আয়োজিত দিনব্যাপী ওই মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। পরে জেলা প্রশাসক সায়মা ইউনুসের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক। চুয়াডাঙ্গা আবৃত্তি পর্ষদের সহসাধারণ সম্পাদক মনোয়ারা খুশির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
প্রধান অতিথি বলেন, কর্মের ক্ষেত্র তৈরি করতে হলে বিভিন্ন সেক্টরকে উদ্যোগ নিয়ে বেকারদের সম্পদে রূপান্তর করতে হবে। কারণ তথ্য ও যোগাযোগ পপ্রুক্তিতে দক্ষরাই এখন দেশে বিদেশে বিভিন্ন কর্মক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ নির্মাণ এবং  লার্নিং অ্যান্ড আর্নিং অর্থাৎ ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিঙের ব্যাপারে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। বর্তমান সরকার তথ্য প্রযুক্তির মাধ্যমে বেকার যুবকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশ থেকে বেকারত্ব দূর করতে আউট সোর্সিং সেক্টরগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ বিষয়ে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। মেলায় সরকারি ও বেসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০ স্টল স্থান পায়। সেখানে সরকারি-বেসরকারি সেবা প্রদানকারী, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের স্টলগুলো মেলায় তাদের সম্পর্কে তথ্য ও সেবা প্রদান করেছে। স্টলগুলোতে ছিলো লার্নিং অ্যান্ড আর্নিং নিয়ে ফ্রি প্রশিক্ষণসহ বিভিন্ন অফার। মেলার সমাপনীতে ফ্রিল্যান্সারে সর্বোচ্চ আয় করে আরিফুল ইসলাম প্রথম ও নুর ই মাকসুদ দ্বিতীয় হওয়ায় তাদের হাতে পুরস্কারস্বরূপ ল্যাপটপ তুলে দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবপ্রসাদ পাল। এ সময় উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর তরিকুল ইসলাম, সহকারী কমিশনার সৈয়দা নাফিজ সুলতানা, সহকারী প্রোগ্রামার প্রস্ফুট ম-লসহ আরও অনেকে।