বৃদ্ধা মায়ের মামলায় তিন ছেলের বিচার শুরু

 

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে বৃদ্ধা মাকে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় তিন ছেলে ও তিন বউয়ের বিচার শুরু হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মো. মশিউর রহমান চৌধুরীর আদালতে অভিযোগ গঠনের মাধ্যমে আলোচিত এ মামলার বিচার শুরু হয়েছে। মামলার অভিযুক্তরা হলেন, নূর ইসলাম (৪০) ও তার স্ত্রী শামীম আক্তার (৩৩), নূর আলম (৩৮) ও স্ত্রী পারভিন আক্তার (৩০) এবং নূর হোসেন (২৫) ও স্ত্রী বিউটি আক্তার (২০)। দণ্ডবিধির ৩০৭, ৩২৩, ৩২৪, ৫০৬ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ গঠিত হলেও মামলার সাক্ষ্যগ্রহণের সময় পরে নির্ধারণ করা হবে বলে আদালত সূত্র জানায়। নগরীর বন্দর থানার মধ্যম হালিশহরের বাকেরটেক এলাকার ৮০ বছরের বৃদ্ধ রওশন আরা বেগমের মালিকানাধীন আড়াই গণ্ডা জমি ভাগ বাটোয়ারা করে দেয়ার দাবি জানান তার তিন সন্তান ও পুত্রবধুরা। এতে রাজি না হওয়ায় গত ২৪ জানুয়ারি ছেলে ও পুত্রবধূরা ওই বৃদ্ধাকে গলা টিপে হত্যার চেষ্টা করে। মৃত্যু না হওয়ায় তাকে মারধর করে একটি ঘরে তালাবদ্ধ করে আটকে রাখে।