বৃত্তিপ্রাপ্তদের নিকট থেকে টিউশন ফি আদায় ব্যবস্থা নেবে শিক্ষা অধিদফতর

 

স্টাফ রিপোর্টার: পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্তদের নিকট থেকে টিউশন ফি আদায়কারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামান বলেন, বৃত্তিপ্রাপ্তদের কাছ থেকে টিউশন ফি আদায় অন্যায় ও বেআইনি। যে প্রতিষ্ঠানগুলোর নাম এসেছে এবং এর বাইরেও যদি কোনো প্রতিষ্ঠান থাকে, যারা বৃত্তিপ্রাপ্তদের কাছ থেকে টিউশন ফি আদায় করে, তাদেরও শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মাউশি মহাপরিচালক বলেন, আমি মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। মন্ত্রণালয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলেছে।  তিনি বলেন, আমি এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি। গতকাল বৃত্তিপ্রাপ্ত„দের কাছ থেকেও টিউশন ফি আদায়, নির্দেশ মানছে না অনেক নামি স্কুল শিরোনামে প্রথম পাতায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।