বীর মুক্তিযোদ্ধা আ.লীগ নেতা আশাবুল হক আশা স্মরণে সভা ও কাঙালিভোজ

ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ আয়োজিত বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মরহুম আশাবুল হক আশার ১৬তম স্মরণসভা উপলক্ষে শোকপতাকা উত্তোলন, ৱ্যালি, আলোচনাসভা, মিলাদ মহাফিল ও কাঙালিভোজ অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মরহুম আশাবুল হক আশা স্মরণসভা উপলক্ষে ভালাইপুর মোড়ে চিৎলা, খাদিমপুর, আলুকদিয়া ও গাংনী ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগের উদ্যোগে শোকৱ্যালি শেষে আলোচনাসভায় চিৎলা ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। তিনি বলেন, আশাবুল হক আশা শুধু মুক্তিযোদ্ধার চেতনায় সোনার বাংলাদেশ গড়ার স্বপ্নই দেখতেন না, তিনি প্রগতিশীল সমাজ গঠনে আজীবন লড়ে গেছেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডার আ.শু বাঙ্গালী, জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আসাদুজ্জামান কবীর, জেলা যুবলীগ নেতা চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, জেলা যুবলীগের আহ্বায়ক আরেফিন আলম রনজু, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমির হোসেন, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম মণ্ডল, জেলা যুবলীগ নেতা আব্দুল কাদের, তহিদুল ইসলাম ফকা, আবু তাহের আবু, দেলোয়ার হোসেন দিপু, গোলাম মোস্তফা লালা, তহিদুর রহমান চন্দন, মোজাম্মেল হক, খালিদ হাসান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক টুকু, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহাসিন রেজা, চিৎলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান লালান, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যুবলীগের সভাপতি সাবান সাহমুদ, ভাংবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আজাদ বিশ্বাস ও বাড়াদী ইউনিয়ন যুবলীগের সভাপতি সম্রাট মিয়া। বক্তব্য রাখেন- যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক রবিউল ইসলাম ঝন্টু, টুটুল, সাইফুল ইসলাম, সাফে মেম্বার, মিলন হোসেন, ছমির আলী, মহিবুল হক মন্টু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক জেলা ছাত্রলীগের সাধারণন সম্পাদক মাসুদুর রশীদ মাসুম। আলোচনা শেষে বিএডিসি জামে মসজিদের ইমাম ইবাদত হোসেন মরহুমের রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন। দোয়া শেষে কাঙালিভোজ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, কয়রাডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুর ছাত্তার বিশ্বাসের ছেলে বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মরহুম আশাবুল হক আশা ১৯৯৮ সালের ২৯ অক্টোবর সকাল ৬টার দিকে চুয়াডাঙ্গা পুরাতন হাসপাতালপাড়ার বাড়ি থেকে হাঁটতে গিয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজের অদূরবর্তী হাসপাতাল সড়কে আততায়ীদের গুলিতে আহত হওয়ার দু দিন পর ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।