বিয়ের পিঁড়িতে বসছেন রেলমন্ত্রী : চিরকুমার সমিতির সদস্যদের মধ্যে হতাশা

 

স্টাফ রিপোর্টার: আরআর চিরকুমার থাকছেন না রেলমন্ত্রী মুজিবুল হক। ৬৭ বছর বয়সে এসে ব্যাচেলরজীবনের অবসান ঘটাতে যাচ্ছেন আপাদমস্তক রাজনীতিক রেলমন্ত্রী। আগামীডিসেম্বরেই তিনি বিয়ে করছেন। তবে বিয়ের পাত্রী সম্পর্কে কিছু জানা যায়নি।মন্ত্রী নিজেও এ ব্যাপারে মুখ খুলছেন না। খোজ নিয়ে জানা গেছে, গত সোমবারমন্ত্রিসভার বৈঠকে ক’জন মন্ত্রী রেলমন্ত্রীর বিয়ে নিয়ে আলোচনা করেন। বিয়েরকথা শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর মিন্টু রোডে মন্ত্রিপাড়ায়মুজিবুল হকের জন্য একটি বাড়ি বরাদ্দ দিতে গণপূর্ত মন্ত্রীকে নির্দেশ দেন।মন্ত্রী হয়েও মুজিবুল হক ন্যাম ভবনের ফ্ল্যাটে বাস করছেন। সংসদ সদস্যহিসেবে তাকে ফ্ল্যাটটি বরাদ্দ দেয়া হয়েছিলো। একজন মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী মুজিবুল হকের বিয়ে কথা শুনে খুশি হয়েছেন। তিনি বলেন, মুজিবুলহক এতোদিন শুধু ইঞ্জিন ছিলেন, এখন তার সাথে বগি যুক্ত হবে। আইনজীবী ওরাজনীতিবিদ মুজিবুল হকের জন্ম ১৯৪৭ সালে। এ পর্যন্ত তিনবার তিনি সংসদ সদস্যনির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবারমন্ত্রণালয়ে বিয়ে প্রসঙ্গে জানতে চাইলে রেলমন্ত্রী বলেন, মানুষের জীবনে শেষবয়সে একজন সঙ্গীনি দরকার। বাকি জীবনটা ভালোভাবে কাটানোর জন্য বিয়েরসিদ্ধান্ত নিয়েছি। বিয়ের পর নতুন বউকে নিয়ে ঢাকায় সংসার পাতবেন বলে জানান।মন্ত্রী জানান, ইনশায়াল্লাহ ডিসেম্বরের প্রথম সপ্তাই বিয়ে করতে যাচ্ছি।পাত্রী গ্রামের সহজ সরল মেয়ে। বোরকা পড়েন। কুমিল্লায়বাড়ি। কুমিল্লায়আলোচিত চিরকুমার সমিতির সদস্যদের মধ্যে দারুন হতাশা ও লজ্জা দেখাদিয়েছে। রেলমন্ত্রী মজিবুল হক বিয়ের ঘোষণা দেয়ার পর এ সমিতির সদস্যরা চরমহতাশা ব্যক্ত করলেও মন্ত্রীর সুখী দাম্পত্য জীবন কামনা করেছেন।