বিয়ের দাবি পুরণ হলো নাসরিনের

 

স্টাফ রিপোর্টার: মামলার পথে হাঁটতেই বিয়ের দাবি পূরণ হলো নাসরিনের। তাকে গতকাল আলমডাঙ্গা খাসকররার ওয়াজেদ আলীর ছেলে রিপন বিয়ে করে নিজ বাড়িতে তুলেছে। চুয়াডাঙ্গার মানবতা ফাউন্ডেশন কার্যালয়ে উভয়পক্ষের নিকটজনদের উপস্থিতিতে বিয়ে পড়ানো হয়।

মানবতা ফাউন্ডেশন এক প্রেসবিজ্ঞপ্তিতে বলেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের বোয়ালমারীর মেয়ে নাসরিন। তার সাথে প্রেম সম্পর্ক গড়ে তোলে খাসকররার রিপন। বিয়ের প্রতিশ্রুতিতে মিলন তার প্রেমিকার সাথে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। অন্তঃসত্ত্বা হয়ে পড়লে রিপন নানা অজুহাতে দিনের পর দিন ঘোরাতে থাকে। এক পর্যায়ে নাসরিন বিয়ের দাবি তুলে মামলার সিদ্ধান্ত নেয়। মানবতায় আইনগত সহায়তা চেয়ে আবেদন করে। এরই এক পর্যায়ে গতকাল উভয়পক্ষের উপস্থিতিতে মানবতা কার্যালয়ে বিয়ে সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন মানবতার নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকারসহ অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার, অ্যাড. নওশের আলী, অ্যাড. জিল্লুর রহমান, হাফিজু উদ্দীন হাবলু প্রমুখ।