বিয়েতে গুলি করে উল্লাস করা সেই মেয়রকে শোকজ

 

কুষ্টিয়া প্রতিনিধি: সরকারি বিধি অমান্য করে ভাতিজির বিয়ের অনুষ্ঠানে শর্টগানের গুলি ছুঁড়ে উল্লাস করা ভেড়ামারা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম ছানাকে শোকজ করেছেন কুষ্টিয়া জেলা প্রশাসক। তার অস্ত্রের লাইসেন্স কেন বাতিল করা হবে না জানতে চেয়ে এক সপ্তাহের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসক জহির রায়হান স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশটি মেয়রের কাছে প্রেরণ করা হয়েছে বলে জেলা প্রশাসনের একটি সূত্র নিশ্চিত করেছেন।

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, জানমালের নিরাপত্তা রক্ষা ছাড়া লাইসেন্স করা অস্ত্র থেকে কোনো অবস্থাতেই গুলি ছোঁড়া যাবে না। তিনি বলেন, ভেড়ামারা পৌর মেয়র শামীমুল ইসলাম ছানা বিয়ের অনুষ্ঠানে তার লাইসেন্স করা শর্টগান থেকে গুলি ছুঁড়েছেন এমন সংবাদ পত্রিকায় প্রকাশ হয়েছে। বিধি বহির্ভূতভাবে অস্ত্র ব্যবহার করায় কেন তার শর্টগানের লাইসেন্স বাতিল করা হবে না জনতে চেয়ে মেয়রকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে মেয়রকে শোকজের জবাব দিতে হবে। যথাযথ জবাব দিতে না পারলে তার অস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে। গত ১০ জানুয়ারি ভাইজির বিয়ের অনুষ্ঠানে গুলি ছোঁড়ার এ দৃশ্য ফেসবুক লাইভে দেখানো হয়। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এ নিয়ে সারা দেশে সমালোচনার ঝড় তৈরি হয়।