বিষপানের ১১ ঘণ্টা পর মৃত্যু হয়েছে আলমডাঙ্গা দুর্লভপুরের কৃষক হেলাল উদ্দীনের

আলমডাঙ্গা ব্যুরো: শেষ পর্যন্ত বিষপান করে আত্মহত্যা করেছেন আলমডাঙ্গার দুর্লভপুর গ্রামের কৃষক হেলাল উদ্দীন। গত বুধবার বিকেলে বিষপানের পর গতকাল বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।
জানা গেছে, আলমডাঙ্গা কুমারী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের আকবর মালিথার ছেলে হেলাল উদ্দীন (২৮) গত বুধবার বিকেল ৪টার দিকে বিষপান করেন। বিষপানের পর এক গ্রাম্য ডাক্তার তাকে চিকিৎসা করছিলেন। এরই এক পর্যায়ে বৃহস্পতিবার ভোর ৩টার দিকে তার মৃত্যু হয়। পুলিশ গতকাল লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালমর্গে পাঠিয়েছে।
গ্রামসূত্রে জানা যায়, নিজের পরকীয়া ঘটিত সমস্যা নিয়ে পারিবারিক অশান্তির কারণে হেলাল উদ্দীন আত্মহত্যা করেছেন। বিষপানের দীর্ঘ ১১ ঘণ্টা পর মৃত্যু ঘটে তার। তার চিকিৎসার ব্যাপারে অবহেলার অভিযোগ তুলেছেন অনেকে। গ্রাম্য ডাক্তার দিয়ে চিকিৎসার পরিবর্তে পার্শ্ববর্তী হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা কেন করানো হয়নি এমন অভিযোগ তুলছেন কেউ কেউ।