বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

স্টাফ রিপোর্টার: আজ বুধবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতিবছরের মতো সারাবিশ্বের সাথে বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হবে। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে- ‘ক্রান্তিকালে সমালোচকের দৃষ্টি : শান্তিপূর্ণ, ন্যায়নিষ্ঠ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা’ (ক্রিটিক্যাল মাইন্ডস ফর ক্রিটিক্যাল টাইমস : মিডিয়া’স রোল ইন এডভান্সিং পিসফুল, জাস্ট এন্ড ইনক্লুসিভ সোসাইটিস্)। দিবসটি উপলক্ষে জাতীয় প্রেসক্লাব আগামীকাল সকাল সাড়ে ১০টায় আলোচনাসভার আয়োজন করেছে। বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিকেল সাড়ে তিনটায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ সকাল ১০টায় ডিআরইউ ভবনের ৫ম তলায় আলোচনাসভার আয়োজন করেছে। দিবসটি উপলক্ষে তথ্য মন্ত্রণালয় প্রেরিত এক নিবন্ধে বলা হয়েছে, দেশের উন্নয়নকে টেকসই, গতিশীল ও অংশগ্রহণমূলক করতে অবাধ তথ্য প্রবাহের কোনো বিকল্প নেই।

 

পদ্মায় নৌকাডুবি : শিশুসহ ৫ জনের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির একদিন পর ২ শিশুসহ ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে তাদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা দেয়ার ঘোষণা দেন জেলা প্রশাসন। বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরতে হলো দুই শিশুকে। সন্তানকে হারিয়ে দিশেহারা এখন বাবা-মা। স্বজনরা জানান, রোববার নগরীর জামেয়া ইসলামিয়া শাহ মখদুম মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী তামিম ও আহাদ বেড়াতে যায় আরেক সহপাঠীর বাড়িতে। সেখান থেকে নৌকায় করে ফেরার পথে শুরু হয় কালবোশেখি ঝড়। এ সময় পদ্মায় আটকা পড়ে তারা। একপর্যায়ে জেলেদের একটি নৌকা তাদের উদ্ধার করে তীরে ফেরার সময় ৭ জন যাত্রী নিয়ে ওই নৌকাটিও ডুবে যায়। এদের মধ্যে ২ জন সাঁতরে তীরে উঠতে পারলেও ২ শিক্ষার্থীসহ নিখোঁজ হয় ৫ জন। খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। অবশেষে গতকাল মঙ্গলবার সকালে দুই শিক্ষার্থীসহ ৫ জনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।