বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে র‌্যালি আলোচনাসভায় বক্তারা

বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহে ্যালি আলোচনাসভায় বক্তারা

ধূমপানমুক্ত সমাজ গড়তে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে

স্টাফ রিপোর্টার: বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গায় গতকাল বুধবার সকাল ১০টায় সিভিল সার্জন অফিসের সামনে থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর হাসপাতাল চত্বরে শেষ হয়। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্মেলনকক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। আলোচনাসভার সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. রওশন আরা বেগম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিএমএ’র সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. আব্দুল লতিফ, জেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আতাউর রহমান, অর্থোপেডিক কনসালটেন্ট ডা. আবুবকর সিদ্দিক, কনসালটেন্ট ডা. তারিক হাসান শাহিন। আরো উপস্থিত ছিলেন শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জামান মালিক খোকন ও ডা. মাহাবুবুর রহমান মিলনসহ অনেকে।

বক্তারা বলেন, তামাক বর্জন করুন, তামাকমুক্ত পরিবেশ সৃষ্টি করুন। ধূমপান থেকে বিরত থাকুন। ধূমপান করলে ফুঁসফুঁসে ক্যান্সার হয়, শ্বাসকষ্টজনিত কারণে মানুষের মৃত্যু হয়। ধূমপানের কারণে গ্যাংরিজ হয়, আর সে কারণে আসক্ত ব্যক্তির পা কেটে ফেলা হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, ধূমপানমুক্ত সমাজ গড়তে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। প্রয়োজনে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ধূমপানের বিরুদ্ধে প্রতিরোধ করা হবে। অনুষ্ঠান শেষে তামাক মুক্ত দিবসের পোস্টার উন্মোচন করা হয়।

 

ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন, র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট (ডাব্লিউবিবিট্রাস্ট) শেল্টার সমাজকল্যাণ সংস্থা ও তামাক বিরোধী জোটের যৌথ আয়োজনে বুধবার সকাল ৮টায় জেলা শহরের পোস্টঅফিস মোড়ে টেকসই তামাক নিয়ন্ত্রণে প্রয়োজন সকল প্রকার তামাকজাত দ্রব্যের ওপর কর বৃদ্ধির দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করে। এ সময় সংক্ষিপ্ত আলোচনা রাখেন শেল্টার সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রোমেনা বেগম, সাংবাদিক সাজ্জাদ আহমেদ, হিসাবরক্ষক ছাবেয়ারা বেগম ঝর্ণা,স্বাস্থ্য সেবিকা আরতী গুহ, সিও খুকু মনি মজুমদার, অফিস সহকারী ছকিনা খাতুনসহ চিকিৎসক, নার্স, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। গতকাল বুধবার সকাল ৯টায় জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে শেল্টার সমাজ কল্যান সংস্থা,এইড ফাউন্ডেশন সহ বিভিন্ন এনজিও’র সহযোগিতায় সদর হাসপাতাল চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক সেবিকা, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলো।

সিভিল সার্জন ডাক্তার রাশেদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডা. মোকাররম হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক শাহ মো. একরামুল হক, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. স্বপন কুমার কুণ্ডু, শেল্টার সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রোমেনা বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব তামাক মুক্ত দিবস। দিনটি পালন উপলক্ষে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা টাস্কফোর্স কমিটি ও জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. অলোক কুমার দাস, সহকারী পুলিশ সুপার আহসান হাবীব ও জেলা তামাক নিয়ন্ত্রণ জোটের সভাপতি রফিক-উল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। পৌর কাউন্সিলর, জেলা পরিষদের সাধারণ সদস্য ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আলোচনাসভায় অংশ নেন।

মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, গতকাল বুধবার সকালে মানবাধিকার সংগঠন আরডিসির উদ্যোগে নিজ কার্যালয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে  আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশপুর মানবাধিকার ফোরামের সভাপতি মহেশপুর হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক এটিএম খাইরুল আনাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সেলিম, মহেশপুর প্রেসক্লাবের সদস্য জয়নাল আবেদীন প্রমুখ।