বিশ্বের শীর্ষ এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে নেই ঢাবি

স্টাফ রিপোর্টার: আবারও লজ্জায় ডুবলো ঢাকা বিশ্ববিদ্যালয়। এবারওবিশ্বের শীর্ষ স্থানীয় এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান হয়নি ঢাকাবিশ্ববিদ্যালয়ের। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ই নয়, বাংলাদেশের কোনোবিশ্ববিদ্যালয়ই স্থান পায়নি শীর্ষ স্থানীয় এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে।তবে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারতের ১৫টি বিশ্ববিদ্যালয় এ তালিকায় স্থানপেয়েছে। সম্প্রতি এ ধরনের একটি র‌্যাঙ্কিং প্রতিষ্ঠান সৌদি আরবেরজেদ্দাভিত্তিক সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস (সি.ডব্লিউ.ইউ.আর.) বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিষয়ে তাদের র‌্যাঙ্কিং প্রকাশকরেছে। শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বেশির ভাগই মার্কিনযুক্তরাষ্ট্রের। শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আটটিই মার্কিনযুক্তরাষ্ট্রের। বাকি দুটি যুক্তরাজ্যের। বিশ্বের বিভিন্ন দেশেরবিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিং করে থাকে নানা প্রতিষ্ঠান।ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগারব্যবস্থাপনা বিভাগের ছাত্র খায়রুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে এক সময়বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড। ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আদলেগড়ে উঠেছিলো ঢাবি। অক্সফোর্ড ঠিকই তার মান ধরে রেখেছে। কিন্তু ঢাকাবিশ্ববিদ্যালয় তার অবস্থান হারাচ্ছে।