বিরোধীদলই প্রথমে ফোনালাপ প্রকাশ করেছে : প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: বিরোধীদলই প্রথমে ফোনালাপ প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতাদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, বিরোধীদলের মাধ্যমেই পত্রিকায় এ নিয়ে লেখালেখি হয়েছে। তাই জনগণ অল্প জানবে কেন-তাই পুরোটাই জানোর ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আমাদের মধ্যে ফোনালাপে বেগম জিয়াই বেশি কথা বলেছেন। অনেক সমস্যা তুলে ধরেছেন। একেক বার একেক কথা তুলেছেন। বিভিন্ন কন্ডিশন দিয়েছেন। সব কথারই উত্তর আমার কাছে আছে। কিন্তু জনগণের কথা ভেবে সমঝোতা চেয়েছি, আমি উত্তর দেইনি। ধৈর্য্য ধরে শুনেছি। শেখ হাসিনা বলেন, বেগম জিয়া অনেক অবান্তর কথা বলেছেন। ঝগড়া করার ইচ্ছা আমার ছিলো না। আমার অনেক ধৈর্য্য। তারপরও বলেছি আল্লাহ আমাকে ধৈর্য্য ধরার শক্তি দিন। জনগণের কল্যাণ ও শান্তির কথা বিবেচনা করে আমি ধৈর্য্য ধরে থেকেছি সেদিন। হরতাল করে বেগম জিয়া কী পেয়েছেন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, ৩ দিনের হরতাল দিয়ে মানুষের জীবন নেয়ার কী দরকার