বিধ্বস্ত আলজেরীয় বিমানের কেউ বেঁচে নেই

মাথাভাঙ্গা মনিটর: মালিতে বিধ্বস্ত আলজেরীয় এএইচ৫০১৭ বিমানটির কোনো আরোহী বেঁচে নেই বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ।মালির কাছে বিমান বিধ্বস্তস্থলে গিয়ে ফরাসি সেনারা কেবল একটি ফ্লাইটডাটা রেকর্ডার উদ্ধার করতে পেরেছে বলে জানান তিনি। খারাপ আবহাওয়ার কারণেইখুব সম্ভবত বিমানটি বিধ্বস্ত হয় বলে শুক্রবার জানিয়েছেন ফ্রান্সেরকর্মকর্তারা।বৃহস্পতিবার ১১৬ জন আরোহী নিয়ে বুরকিনাফাসো থেকে আলজেরিয়া যাওয়ার পথে বিধ্বস্ত হয় এএইচ৫০১৭। পরে কয়েকঘণ্টারতল্লাশি শেষে মালির গোসি ও বুরকিনা ফাসোর সীমান্তের মধ্যবর্তী স্থানেবিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। ওই এলাকায় তুয়ারেজ বিচ্ছিন্নতাবাদীদেরনিয়ন্ত্রণ রয়েছে এবং এলাকাটিও দুর্গম।