বিদেশের টুকরো

মদ্যপ হাসপাতালের কর্মচারী : অক্সিজেনের অভাবে ৩ শিশুর মৃত্যু

মাথাভাঙ্গা মনিটর: ভারতে ডিউটিতে থাকা কর্মচারী মদ খেয়ে মাতাল হয়ে ঘুমিয়ে পড়ায় অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে ৩ নবজাতক শিশু নিহত হয়েছে। ছত্তিসগড় প্রদেশের রাজধানী রাইপুরের ড. ভীমরাও আম্বেদকর হাসপাতালে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। মাত্র কয়েকদিন আগে উত্তর প্রদেশের গোরক্ষপুরে হাসপাতালে অক্সিজেন সরবরাহে ব্যাঘাত ঘটায় ৭০ শিশুর মৃত্যু হয়। রবিচন্দ্র নামের ওই কর্মচারীকে হাসপাতাল কর্তৃপক্ষ বরখাস্ত করার পরে পুলিশ গ্রেফতার করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রবিচন্দ্র মদ খেয়ে মাতাল হয়ে ঘুমিয়ে পড়ার পরে ১০ জন শিশুর অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় ফলে গুরুতর অসুস্থ ৩ শিশুর মৃত্যু ঘটে। এদের মধ্যে একটি শিশুর হৃদরোগ ছিলো। প্রায় ৩০ মিনিট অক্সিজেন সরবরাহ বন্ধ থাকার পরে অন্যান্য কর্মচারীরা বুঝতে পেরে অক্সিজেন সরবরাহ পুনরায় চালু করা হয় যাতে অন্য শিশুগুলোর জীবন রক্ষা হয়।

 

ফিলিপাইনে হামলায় ৯ জন নিহত

মাথাভাঙ্গা মনিটর: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় বাসিলান প্রদেশের প্রত্যন্ত গ্রামে এক হামলায় সোমবার নয়জন নিহত ও আরো ১০ জন আহত হয়েছে। সশস্ত্র প্রায় ৫০ ব্যক্তি এ হামলায় অংশ নেয়। পুলিশ একথা জানায়। পুলিশ বলছে, সশস্ত্র ব্যক্তিরা সোমবার স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে বাসিলান প্রদেশের মলুসোর ওই গ্রামে ঢোকে এবং গ্রামবাসীদের লক্ষ্য করে বেপরোয়া গুলি ছুড়ে। এছাড়া তারা ঘরবাড়িও জ্বালিয়ে দেয়। পুলিশ এখন পর্যন্ত হামলায় জড়িতদের সনাক্ত করতে পারেনি। এছাড়া এখন পর্যন্ত কোনো গ্রুপ এ হামলার দায়ও স্বীকার করেনি।

 

সিঙ্গাপুরে তেলের ট্যাংকার-মার্কিন যুদ্ধ জাহাজ সংঘর্ষ : নিখোঁজ ১০

মাথাভাঙ্গা মনিটর: সিঙ্গাপুর উপকূলে একটি জ্বালানি তেলবাহী ট্যাংকারের সাথে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধ জাহাজ ইউএসএস জন ম্যাককেইনের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পাঁচজন আহত ও ১০ জন নিখোঁজ রয়েছে। মার্কিন সামরিক হেলিকপ্টার, সিঙ্গাপুরের নৌবাহিনী ও কোস্ট গার্ড নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান চালাচ্ছে। গতকাল সোমবার স্থানীয় সময় ভোর ৫টা ২৪ মিনিটে সিঙ্গাপুরের পূর্ব উপকূলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সিঙ্গাপুরের পূর্ব উপকূলে ইউএসএস জন ম্যাককেইন বন্দরে প্রবেশের প্রস্তুতিকালে লাইবেরিয়ার পতাকাবাহী তেলের ট্যাংকার আলনিক এমসির সঙ্গে সংঘর্ষ হয়। মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, সংঘর্ষের ঘটনায় ইউএসএস জন ম্যাককেইনের এক পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

দক্ষিণ আফ্রিকায় মিনিবাস দুর্ঘটনায় নিহত ১৯

মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় এলাকায় একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সরকারী কর্মকর্তারা জানিয়েছেন, বাসটি আরোহী বোঝাই ছিলো। দ্রুতগতির বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে যায়। তারা আরো জানিয়েছেন, রোববার কোয়াজুলু-নাটাল প্রদেশের পিটারম্যারিটজবুর্গের কাছের রাস্তায় একটি সেতুতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় ঘটনাস্থলেই ১৮ আরোহীর মৃত্যু হয়। কোয়াজুলু-নাটাল পরিবহন বিভাগের ফেসবুক পেজে দেয়া পোস্টে বলা হয়েছে, গুরুতর আহত অপর এক যাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এতে আহত আরো ৭ ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।