বিদেশের টুকরো খবর

বাংলাদেশিদের অন অ্যারাইভাল ভিসা নাকচ করলো দিল্লি

মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশিদেরজন্য অন অ্যারাইভাল ভিসা ও নাবালক ও সিনিয়র সিটিজেনদের ভিসায় ছাড়সংক্রান্ত দুটি প্রস্তাবই নাকচ করল ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়।বাংলাদেশিদের জন্য ভারতে এসে ভিসার আবেদন ও ১৮ বছরের কম ও৬৫ বছরের বেশি বয়সীদের জন্য ভিসায় ছাড় দেয়ার প্রস্তাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয় পাঠিয়েছিলো পররাষ্ট্র মন্ত্রণালয়। ২৫ জুন পররাষ্ট্রমন্ত্রীসুষমা স্বরাজের বাংলাদেশ সফরে এবিষয়ে আলোচনার সম্ভাবনাও ছিলো। কিন্তু আসামএ প্রস্তাবের বিরোধিতা করায় বাধ্য হয়েই পররাষ্ট্র  মন্ত্রণালয়ে প্রস্তাবনাকচ করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।উল্লেখ্য তিন দিনের বিদেশসফরে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন সুষমস্বরাজা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিবেশী রাষ্ট্রগুলোকে গুরুত্বদেয়ার নীতির অঙ্গ হিসেবেই সুষমার এ বাংলাদেশ সফর।

 

 

ওপিসিডব্লিউরকাছে শেষ রাসায়নিক অস্ত্রের মজুদ হস্তান্তর করল সিরিয়া

মাথাভাঙ্গা মনিটর:সিরিয়ানিজ অস্ত্র ভাণ্ডারের শেষ রাসায়নিক অস্ত্রের মজুদ আন্তর্জাতিক রাসায়নিকঅস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা-ওপিসিডব্লিউর কাছে হস্তান্তর করেছে।এ সবরাসায়নিক অস্ত্র গত সোমবার ডেনমার্কের জাহাজ আর্ক ফিউসুচারাতে তোলা হয়েছে বলেজানিয়েছেন ওপিসিডব্লিউর প্রধান আহমেত উজুমকু। জাহাজটি শেষপর্যন্ত লাটাকিয়াবন্দরে ভিড়বে বলে জানান তিনি।এদিকেক্রেমলিন গতকাল বলেছে,  ওপিসিডব্লিউর ইতিহাসে অনন্য এবং নজিরবিহীন অভিযান চালিয়েছে সিরিয়া। বিশ্বসম্প্রদায়ের সাথে দামেস্ক যে সহযোগিতা ও রাজনৈতিক সদিচ্ছা দেখিয়েছে তাকেস্বাগত জানিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিরিয়া থেকে এক হাজার টনেরবেশি রাসায়নিক অস্ত্র সরিয়ে নেয়া হয়েছে। গত বছর সম্পাদিত চুক্তি অনুযায়ীরাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক নিয়ন্ত্রণে তুলে দিতে এবং সেগুলোকে ধ্বংস করারবিষয়ে সম্মত হয়েছিলো সিরিয়া।

 

 

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী সেনা অভিযানে নিহত ১৫

 

 

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানেরউত্তর ওয়াজিরিস্তান ও খাইবার এজেন্সিতে সেনা অভিযানে গতকাল মঙ্গলবার আরও অন্তত১৫ জন নিহত হয়েছে। উত্তর ওয়াজিরিস্তান এজেন্সির মির আলী তেহসিলএলকায়নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে অন্তত পাঁচ গেরিলা প্রাণ হারিয়েছে। খাইবারএজেন্সির তিরাহও কুকিখেলএলাকায় সন্দেহভাজন গেরিলাদের আস্তানায় বিমানহামলায় নিহত হয়েছে আরও অন্তত ১০ জন।পাকিস্তানের নিরাপত্তা সূত্রজানিয়েছে- খাইবার এজেন্সির কুকিখেল এলাকায় বিমান হামলা চালিয়ে গেরিলাদেরচারটি আস্তানা ধ্বংস করা হয়েছে। তবে উপজাতীয় ও স্থানীয় সূত্রগুলো বলছেভিন্ন কথা। তারা জানিয়েছে, কুকিখেল এলাকার একটি বাড়িতে মর্টার অথবা বোমারআঘাতে অন্তত ৭ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এদের মধ্যে একটি শিশু ওএকজন নারীও রয়েছেন। স্থানীয় অধিবাসীরা বলছেন, হামলার শিকার বাড়িটির মালিকখান ওয়ালি কুকিখেল এবং তিনি গেরিলা গোষ্ঠীর সদস্য নন।গত কিছু দিন ধরেউপজাতী অধ্যুষিত এলাকায় সামরিক অভিযান চালাচ্ছে পাক নাবাহিনী। এরইমধ্যেপ্রাণ বাঁচাতে ওই এলাকার ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছেন ৪ লাখ ৩০ হাজার মানুষ।

ইরাকের প্রধান তেল শোধনাগার দখলে নিয়েছে বিদ্রোহীরা

মাথাভাঙ্গা মনিটর: ইরাকেরপ্রধান তেল শোধনাগার ক্ষেত্র দখল করে নিয়েছে বলে দাবি করেছে দেশটির সুন্নিবিদ্রোহীরা। বাগদাদের উত্তরে বাজি নামক স্থানের এ তেল শোধনাগার থেকেদেশটির এক তৃতীয়াংশ তেলের সাপ্লাই হয়ে থাকে।বলা হয়, দশ দিন ধরে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সাথে থেমে থেমে চলা সংঘর্ষের একপর্যায়ে তেল শোধনাগারের দখলে নিলো বিদ্রোহীরা। আইএসআইস এর নেতৃত্বাধীন এবিদ্রোহীগোষ্ঠীটি ইতোমধ্যে বাগদাদের উত্তর ও পশ্চিমের বেশ কিছু শহর তাদেরদখলে নিয়ে নিয়েছে।এদিকে সুন্নি বিদ্রোহীদের এক মুখপাত্র জানিয়েছে তারাতেল শোধনাগারটি পরিচালনার দায়িত্ব স্থানীয় উপজাতিদের হাতে হস্তান্তর করবে।তিনি জানান, আমরা বাগদাদ দখলে অগ্রসর হচ্ছি। আর এ অভিযান অব্যাহত থাকবে।হামলারএ মুহূর্তে ইরাক সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।তিনি ইরাকের সব শীর্ষ নেতাদের সাথে বৈঠকে বসেছেন। বৈঠকে তিনি ইরাকের প্রতিযুক্তরাষ্ট্রের সমর্থনের কথা ব্যক্ত করেন। কেরি বলেন, সম্প্রতি আইএসআইএলএর হামলা ইরাকের অস্তিত্বের জন্য হুমকিস্বরুপ। এ অবস্থা অব্যাহত থাকলেসামনে আরো কঠিন পরিস্থিতির তৈরি হবে।

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন মিশেল ওবামা?

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের উচিত যতো দ্রুত সম্ভবএকজন নারীপ্রেসিডেন্ট নির্বাচিত করা। আর এ দেশ এখন তার জন্যে প্রস্তুত। কথাগুলোবলেছেন স্বয়ং মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামা।আর এর মধ্যদিয়ে বর্তমান মার্কিন ফার্স্টলেডিরওরাজনীতিতে আগ্রহের আভাস পাওয়া গেলো।২০১৬ সালে যুক্তরাষ্ট্রেরপরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির সাবেক ফার্স্টলেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারিক্লিনটন যখন ডেমক্রেটিক পার্টি থেকে মনোনয়নের দৌড়ে শক্ত প্রার্থী হিসেবে আবির্ভূতহচ্ছেন ঠিক তখনই মিশেল ওবামা এ মন্তব্য করেন।দেশটির সর্বোচ্চ পদে কখননারীকে নির্বাচিত করা উচিত, এমন প্রশ্নের জবাবে মিশেল বলেন, যতো দ্রুত সম্ভব তাহওয়া উচিত।তিনি আরো বলেন, আমি মনে করি দেশ তার জন্যে প্রস্তুত। এ দেশ এদায়িত্ব পালনের যোগ্য যে কাউকেই গ্রহণ করতে প্রস্তুত। আমরা ইতোমধ্যেই দেখেছি, এদায়িত্ব (প্রেসিডেন্ট) যিনি পালন করেন তার কোনো সুনির্দিষ্ট জাতি বা লিঙ্গের অধিকারীহতে হয় না কিংবা সামাজিক-অর্থনৈতিক অবস্থানও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণনয়।হোয়াইট হাউজে কর্মরতদের পরিবারগুলোর এক সম্মেলনে মিশেল ওবামা এসব কথাবলেন।

বাংলাদেশিদের অন অ্যারাইভাল ভিসা নাকচ করলো দিল্লি

মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশিদেরজন্য অন অ্যারাইভাল ভিসা ও নাবালক ও সিনিয়র সিটিজেনদের ভিসায় ছাড়সংক্রান্ত দুটি প্রস্তাবই নাকচ করল ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়।বাংলাদেশিদের জন্য ভারতে এসে ভিসার আবেদন ও ১৮ বছরের কম ও৬৫ বছরের বেশি বয়সীদের জন্য ভিসায় ছাড় দেয়ার প্রস্তাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয় পাঠিয়েছিলো পররাষ্ট্র মন্ত্রণালয়। ২৫ জুন পররাষ্ট্রমন্ত্রীসুষমা স্বরাজের বাংলাদেশ সফরে এবিষয়ে আলোচনার সম্ভাবনাও ছিলো। কিন্তু আসামএ প্রস্তাবের বিরোধিতা করায় বাধ্য হয়েই পররাষ্ট্র  মন্ত্রণালয়ে প্রস্তাবনাকচ করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।উল্লেখ্য তিন দিনের বিদেশসফরে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন সুষমস্বরাজা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিবেশী রাষ্ট্রগুলোকে গুরুত্বদেয়ার নীতির অঙ্গ হিসেবেই সুষমার এ বাংলাদেশ সফর।

 

 

ওপিসিডব্লিউরকাছে শেষ রাসায়নিক অস্ত্রের মজুদ হস্তান্তর করল সিরিয়া

মাথাভাঙ্গা মনিটর:সিরিয়ানিজ অস্ত্র ভাণ্ডারের শেষ রাসায়নিক অস্ত্রের মজুদ আন্তর্জাতিক রাসায়নিকঅস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা-ওপিসিডব্লিউর কাছে হস্তান্তর করেছে।এ সবরাসায়নিক অস্ত্র গত সোমবার ডেনমার্কের জাহাজ আর্ক ফিউসুচারাতে তোলা হয়েছে বলেজানিয়েছেন ওপিসিডব্লিউর প্রধান আহমেত উজুমকু। জাহাজটি শেষপর্যন্ত লাটাকিয়াবন্দরে ভিড়বে বলে জানান তিনি।এদিকেক্রেমলিন গতকাল বলেছে,  ওপিসিডব্লিউর ইতিহাসে অনন্য এবং নজিরবিহীন অভিযান চালিয়েছে সিরিয়া। বিশ্বসম্প্রদায়ের সাথে দামেস্ক যে সহযোগিতা ও রাজনৈতিক সদিচ্ছা দেখিয়েছে তাকেস্বাগত জানিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিরিয়া থেকে এক হাজার টনেরবেশি রাসায়নিক অস্ত্র সরিয়ে নেয়া হয়েছে। গত বছর সম্পাদিত চুক্তি অনুযায়ীরাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক নিয়ন্ত্রণে তুলে দিতে এবং সেগুলোকে ধ্বংস করারবিষয়ে সম্মত হয়েছিলো সিরিয়া।

 

 

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী সেনা অভিযানে নিহত ১৫

 

 

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানেরউত্তর ওয়াজিরিস্তান ও খাইবার এজেন্সিতে সেনা অভিযানে গতকাল মঙ্গলবার আরও অন্তত১৫ জন নিহত হয়েছে। উত্তর ওয়াজিরিস্তান এজেন্সির মির আলী তেহসিলএলকায়নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে অন্তত পাঁচ গেরিলা প্রাণ হারিয়েছে। খাইবারএজেন্সির তিরাহও কুকিখেলএলাকায় সন্দেহভাজন গেরিলাদের আস্তানায় বিমানহামলায় নিহত হয়েছে আরও অন্তত ১০ জন।পাকিস্তানের নিরাপত্তা সূত্রজানিয়েছে- খাইবার এজেন্সির কুকিখেল এলাকায় বিমান হামলা চালিয়ে গেরিলাদেরচারটি আস্তানা ধ্বংস করা হয়েছে। তবে উপজাতীয় ও স্থানীয় সূত্রগুলো বলছেভিন্ন কথা। তারা জানিয়েছে, কুকিখেল এলাকার একটি বাড়িতে মর্টার অথবা বোমারআঘাতে অন্তত ৭ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এদের মধ্যে একটি শিশু ওএকজন নারীও রয়েছেন। স্থানীয় অধিবাসীরা বলছেন, হামলার শিকার বাড়িটির মালিকখান ওয়ালি কুকিখেল এবং তিনি গেরিলা গোষ্ঠীর সদস্য নন।গত কিছু দিন ধরেউপজাতী অধ্যুষিত এলাকায় সামরিক অভিযান চালাচ্ছে পাক নাবাহিনী। এরইমধ্যেপ্রাণ বাঁচাতে ওই এলাকার ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছেন ৪ লাখ ৩০ হাজার মানুষ।

ইরাকের প্রধান তেল শোধনাগার দখলে নিয়েছে বিদ্রোহীরা

মাথাভাঙ্গা মনিটর: ইরাকেরপ্রধান তেল শোধনাগার ক্ষেত্র দখল করে নিয়েছে বলে দাবি করেছে দেশটির সুন্নিবিদ্রোহীরা। বাগদাদের উত্তরে বাজি নামক স্থানের এ তেল শোধনাগার থেকেদেশটির এক তৃতীয়াংশ তেলের সাপ্লাই হয়ে থাকে।বলা হয়, দশ দিন ধরে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সাথে থেমে থেমে চলা সংঘর্ষের একপর্যায়ে তেল শোধনাগারের দখলে নিলো বিদ্রোহীরা। আইএসআইস এর নেতৃত্বাধীন এবিদ্রোহীগোষ্ঠীটি ইতোমধ্যে বাগদাদের উত্তর ও পশ্চিমের বেশ কিছু শহর তাদেরদখলে নিয়ে নিয়েছে।এদিকে সুন্নি বিদ্রোহীদের এক মুখপাত্র জানিয়েছে তারাতেল শোধনাগারটি পরিচালনার দায়িত্ব স্থানীয় উপজাতিদের হাতে হস্তান্তর করবে।তিনি জানান, আমরা বাগদাদ দখলে অগ্রসর হচ্ছি। আর এ অভিযান অব্যাহত থাকবে।হামলারএ মুহূর্তে ইরাক সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।তিনি ইরাকের সব শীর্ষ নেতাদের সাথে বৈঠকে বসেছেন। বৈঠকে তিনি ইরাকের প্রতিযুক্তরাষ্ট্রের সমর্থনের কথা ব্যক্ত করেন। কেরি বলেন, সম্প্রতি আইএসআইএলএর হামলা ইরাকের অস্তিত্বের জন্য হুমকিস্বরুপ। এ অবস্থা অব্যাহত থাকলেসামনে আরো কঠিন পরিস্থিতির তৈরি হবে।

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন মিশেল ওবামা?

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের উচিত যতো দ্রুত সম্ভবএকজন নারীপ্রেসিডেন্ট নির্বাচিত করা। আর এ দেশ এখন তার জন্যে প্রস্তুত। কথাগুলোবলেছেন স্বয়ং মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামা।আর এর মধ্যদিয়ে বর্তমান মার্কিন ফার্স্টলেডিরওরাজনীতিতে আগ্রহের আভাস পাওয়া গেলো।২০১৬ সালে যুক্তরাষ্ট্রেরপরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির সাবেক ফার্স্টলেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারিক্লিনটন যখন ডেমক্রেটিক পার্টি থেকে মনোনয়নের দৌড়ে শক্ত প্রার্থী হিসেবে আবির্ভূতহচ্ছেন ঠিক তখনই মিশেল ওবামা এ মন্তব্য করেন।দেশটির সর্বোচ্চ পদে কখননারীকে নির্বাচিত করা উচিত, এমন প্রশ্নের জবাবে মিশেল বলেন, যতো দ্রুত সম্ভব তাহওয়া উচিত।তিনি আরো বলেন, আমি মনে করি দেশ তার জন্যে প্রস্তুত। এ দেশ এদায়িত্ব পালনের যোগ্য যে কাউকেই গ্রহণ করতে প্রস্তুত। আমরা ইতোমধ্যেই দেখেছি, এদায়িত্ব (প্রেসিডেন্ট) যিনি পালন করেন তার কোনো সুনির্দিষ্ট জাতি বা লিঙ্গের অধিকারীহতে হয় না কিংবা সামাজিক-অর্থনৈতিক অবস্থানও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণনয়।হোয়াইট হাউজে কর্মরতদের পরিবারগুলোর এক সম্মেলনে মিশেল ওবামা এসব কথাবলেন।