বিদেশি টুকরো

ইউরোপে তুষারপাতে ৫৫ জনের মৃত্যু

মাথাভাঙ্গা মনিটর: প্রবল তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা ইউরোপ। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল থেকেই বরফের চাদরে মুড়ে যায় ইউরোপের উত্তর থেকে দক্ষিণে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তীর্ণ এলাকা। বৈরী আবহাওয়ার কারণে গোটা ইউরোপ জুড়ে ৫৫ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইউরোপের বিভিন্ন আবহাওয়া সংস্থাগুলি জানিয়েছে, গতকাল ইউরোপের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ছিল হিমাঙ্কের ৪০ ডিগ্রি সেলসিয়াস নীচে। ঝড়ের দাপট সবচেয়ে বেশি দেখা গেছে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ড, দক্ষিণ ওয়েলস এবং স্কটল্যান্ডের বিভিন্ন জায়গায়। ওইসব জায়গাগুলিতে চূড়ান্ত সতর্কতা জারি করেছে প্রশাসন। তুষারপাতের কারণে বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজ ও বিমান বিমান পরিষেবা। সংস্থাগুলি আরো জানিয়েছে, তুষারপাতের কবলে পড়ে গোটা ইউরোপে ৫৫ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। পোল্যান্ডেই এই সংখ্যাটা ২১। তা ছাড়া চেক রিপাবলিকে ৬ জন, লিথুয়ানিয়ায় ৫ জন, ফ্রান্সে ৪ জন, স্পেনে ৩ জন, ইতালি, রোমানিয়া ও স্লোভেনিয়ায় ২ জন করে এবং ব্রিটেন ও নেদারল্যান্ডসে ২ জনের মৃত্যু হয়েছে।

আজারবাইজানে মাদক নিরাময় কেন্দ্রে আগুনে নিহত ২৬

মাথাভাঙ্গা মনিটর: আজারবাইজানের রাজধানীর বাকুতে একটি মাদক নিরাময় কেন্দ্রে অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোরের দিকে বাকুর রিপাবলিকান ড্রাগ অ্যাবিউজ ট্রিটমেন্ট সেন্টারে এই অগ্নিকাণ্ড ঘটে। দেশটির রাষ্ট্রীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির প্রসিকিউটর জেনারেল ও জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ওই ভবনে থাকা ৫৫ জনের মধ্যে অন্তত: ৩১ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে বলে জানা যায়। দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভারতের ছত্তিশগড়ে পুলিশের গুলিতে ১২ মাওবাদী নিহত

মাথাভাঙ্গা মনিটর: ভারতের ছত্তিশগড় রাজ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১২ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে যৌথ বাহিনীর তল্লাশি অভিযানের সময় এ ঘটনা ঘটে। নিহত মাওবাদীদের মধ্যে ছয়জন নারী। পুলিশের অনুমান, এ সংঘর্ষে দুই শীর্ষ মাওবাদী নেতার মৃত্যু হয়েছে। দু’পক্ষের লড়াইয়ে নিহত হয়েছেন এক পুলিশ কমান্ডো। আহত হয়েছেন তিনজন পুলিশ সদস্য।

পুলিশ সূত্র জানিয়েছে, ছত্তিশগড়ের বিজাপুর জেলা ও তেলেঙ্গানার ভাদাদরি কোঠাগুদাম জেলার মধ্যকার পূজারি কাঙ্কের জঙ্গলে প্রায় ৫০-৬০ জন মাওবাদী বৈঠক করার জন্য জড়ো হয়েছে বলে খবর পাওয়া যায়। এরপর যৌথ বাহিনী গতকাল শুক্রবার ভোর থেকে তল্লাশি অভিযান শুরু করে। ছত্তিশগড়ের অ্যান্টি নকশাল অপারেশনসের বিশেষ পরিচালক জেনারেল ডিএম অবস্থি বলেন, ভোরে রাইপুর থেকে ৫০০ কিলোমিটার দূরে পূজারি কাঙ্কের জঙ্গলে যৌথ বাহিনীর সঙ্গে মাওবাদীদের লড়াইয়ে ১২ মাওবাদী নিহত হয়েছেন। মাওবাদী দমন বাহিনী গ্রেহাউন্ডের এক জওয়ান নিহত হয়েছেন।