বিদেশি টুকরো

আফগানিস্তানে সামরিক ঘাঁটিতে জঙ্গি হামলায় ২৯ সেনা হতাহত

মাথাভাঙ্গা মনিটর: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় উরুজগান প্রদেশের একটি সেনা ঘাঁটিতে তালেবান জঙ্গিদের হামলায় অন্তত নয় আফগান সেনা নিহত ও অপর ২০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় এক কর্মকর্তা একথা জানান। প্রাদেশিক ওই কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘সশস্ত্র জঙ্গিরা রোববার রাতে কাফতার খানায় সেনাদের একটি শিবিরে হামলা চালায়। এলাকাটি প্রাদেশিক রাজধানী তিরিন কোতের উপকণ্ঠে অবস্থিত। সেনা সদস্যরা হামলাকারীদের প্রতিরোধ করে। এ সময় উভয়পক্ষের মধ্যে কয়েকঘণ্টা বন্দুকযুদ্ধ হয়।’ তিনি আরো জানান, বন্দুকযুদ্ধে বেশ কয়েকজন জঙ্গিও হতাহত হয়েছে। তবে ঠিক কতোজন হতাহত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কারণ জঙ্গিরা সঙ্গীদের লাশ নিয়ে যায়। প্রদেশটি তালেবনাদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। সিনিয়র প্রাদেশিক সেনা কর্মকর্তা রহমত শাহ্ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজেপি প্রার্থীকে জুতোরমালা

মাথাভাঙ্গা মনিটর: নিজের জেতা আসনে ভোট চাইতে গিয়েছিলেন তিনি। বদলে বিজেপি প্রার্থীর গলায় পরানো হলো জুতোরমালা। ভারতের মধ্যপ্রদেশের ধর জেলার পুরোভোটে বিজেপি প্রার্থী দীনেশ শর্মাকে জুতার মালা পরালেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে জেলার ধামনদ এলাকায়। গত রোববার তিনি দ্বারে দ্বারে নির্বাচনী প্রচারণা চালাতে গেলে এ ঘটনা ঘটে। প্রচারের সময় যেই দীনেশ স্থানীয় এক বয়স্ক নাগরিকের পা ছুঁতে নিচু হন। তিনি সঙ্গে সঙ্গে জুতার মালা পরিয়ে দেন তার গলায়। ধরসহ ১৯টি পৌর এলাকায় ১৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে ব্যক্তি এ কাণ্ড ঘটিয়েছেন তার বক্তব্য, পানির সমস্যায় তিনি জেরবার। স্থানীয় মহিলারা পানির সমস্যার কথা বলতে বোর্ড সভাপতির বাড়ি গিয়েছিলেন। উল্টো তাদের বিরুদ্ধেই মামলা করা হয়। এ মহিলাদের মধ্যে তার স্ত্রীও ছিলেন। রাতেও বহুবার তাদের থানায় ডেকে বসিয়ে রাখা হতো। তাই রাগের মাথায় এ ঘটনা ঘটিয়েছেন তিনি। এ ঘটনায় হতভম্ব হয়ে গেলেও বিরূপ প্রতিক্রিয়া দেখাননি দীনেশ। তিনি বলেন, ‘এরা আমার নিজের মানুষ। নিশ্চয়ই এমন কিছু ঘটেছে যে তারা অসন্তুষ্ট হয়েছিলেন এবং তার ফলে এমন আচরণ করেছেন। আমরা এ ব্যাপারে একসঙ্গে বসে কথা বলব। আমি তো তাদের সন্তানের মতোই।’