বিদেশি টুকরো খবর

আফগানিস্তানে সহকর্মীর গুলিতে ৬ পুলিশ নিহত

মাথাভাঙ্গা মনিটর: আফগানিস্তানে এক সহকর্মীর ‍গুলিতে ৬ পুলিশ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির এক পুলিশ কর্মকর্তা। গতকাল শনিবার সকালে দেশটির উরুজগান প্রদেশের দক্ষিণাঞ্চলে এক পুলিশ চেকপোস্টে এ ঘটনা ঘটে। চারচিনো জেলার পুলিশ প্রধান মোহাম্মদ হাশেম বলেন, এই গোলাগুলিতে জড়িত ৩ পুলিশ কর্মকর্তা গাড়ি এবং অস্ত্র নিয়ে পালিয়ে গেছে। এর আগে শুক্রবার রাজধানী কাবুলে এক আফগান নিরাপত্তা কর্মী ২ নেপালি নিরাপত্তা কর্মীকে গুলি করে।

 

ভারতের হিমাচলে বাস দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৪০

মাথাভাঙ্গা মনিটর: ভারতের হিমাচল প্রদেশের পার্বত্য জেলা চাম্বায় যাত্রীবোঝাই মিনি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে ৩ নারীসহ ১৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৪০ জন। গতকাল শনিবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। বাসটি হিমাচল প্রদেশের ডালহৌসি জেলার চাওরাদামে পৌছুলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়লে ঘটনাস্থলে ৭ জন মারা যান। পরে হাসপাতালে নেয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো ৭ জন। দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত হওয়া একজন জানায়, দুর্ঘটনায় নিহত হওয়া বাসটির চালক গাড়ি চালানোর সময় ফোনে কথা বলছিলেন। ৪৮ সিটের বাসটিতে ৫০ জন যাত্রী নিয়ে ড্রাইভার বাসটি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরাসরি রাস্তা থেকে গড়িয়ে খাদে পড়ে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাসের সামনের অংশ।

 

জিকার সংক্রমণে ফ্রান্সে প্রথম রোগীর মৃত্যু

মাথাভাঙ্গা মনিটর: ফ্রান্সে প্রথমবারের মতো জিকা ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু ঘটলো। গতকাল শনিবার ক্যারিবিয়ান সাগরে ফরাসি দ্বীপ মার্তিনিকির এক বাসিন্দার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় স্বাস্থ্য কার্যালয়। তারা জানায়, ১০ দিন আগে ৮৪ বছর বয়সী ওই ব্যক্তিকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। তার গুলেন বেরি সিনড্রোম দেখা দিয়েছিলো। গত সপ্তাহে তার দেহে জিকা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। এক বিবৃতিতে স্বাস্থ্য কার্যালয় জানায়, মার্তিনিকিতে জিকার প্রাদুর্ভাব দেখা যাওয়ার পর এটাই প্রথম মৃত্যুর ঘটনা। এর আগে মার্তিনিকিতে জিকা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ জন বলে জানানো হয়েছিল। তারা জানায়, জিকা আক্রান্তের খবর নিশ্চিত হওয়ার পর এটাই প্রথম মৃত্যু। গত বছর ব্রাজিলে নতুন করে জিকা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এর মাত্র ৪ মাসের মধ্যে বহু দেশে তা ছড়িয়ে পড়ে। জিকা ভাইরাসের বাহক এডিস মশা। জিকা ভাইরাসে সচরাচর মৃত্যুর ঘটনা দেখা যায় না। এর লক্ষণও সব সময় স্পষ্ট থাকে না। এ ভাইরাসের কোনো প্রতিষেধক বা ওষুধ নেই। গত নভেম্বরে ব্রাজিলে প্রথম জিকায় আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়। এরপরই আরো দুজন মারা যান। চলতি বছর স্বাস্থ্য-সংক্রান্ত জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

 

 

যুক্তরাষ্ট্রে জিকায় আক্রান্ত ২৭৯ গর্ভবতী

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রে জিকা ভাইরাসে আক্রান্ত ২৭৯ গর্ভবতী নারীকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির মার্কিন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। তারা জানান, তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কাজ করা সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানায়, আক্রান্ত ওই নারীদের ১৫৭ জন যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্য ও ওয়াশিংটনে বসবাস করেন। অপর ১২২ জন পুয়েরতো রিকোর বাসিন্দা। এর আগে ১১ মে প্রকাশিত পরিসংখ্যানে ১১০ গর্ভবতী নারীর জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করা হয়। গর্ভবতী মায়ের শরীরে জিকা ভাইরাস সংক্রমিত হলে গর্ভস্থ শিশু মস্তিষ্কে গুরুতর জন্মগত ত্রুটি নিয়ে জন্মায়। এই শিশুদের মস্তিষ্কের বৃদ্ধি রহিত হয়, ফলে এদের মাথার আকারও ছোট হয়। গত বছর জিকা ভাইরাসের প্রাদুর্ভাব হওয়ার পর থেকে ব্রাজিলে ১ হাজার ২৭১ শিশু স্বাভাবিকের তুলনায় ছোট মাথা নিয়ে জন্মেছে।