বিজেপির ওপর তৃণমূলের হামলা

মাথাভাঙ্গা মনিটর: ভারতের পশ্চিমবঙ্গে জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তৃণমূল সমর্থকদেরহামলা ও ভাঙচুরের শিকার হয়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমর্থকদেরবহনকারী ২২টি বাস। এতে বিজেপির ১৭ জন সমর্থক গুরুতর আহত হয়েছেন। রাজ্যেরবীরভূম জেলার বোলপুর শহরে গতকাল বুধবার এ ঘটনা ঘটে।এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বিজেপির নেতা রীতেশ তেওয়ারি বলেছেন, মানুষ এখন বিজেপির দিকে ঝুঁকছে, ছাড়ছে তৃণমূল। এটা সহ্য করতে না পেরে হামলাচালিয়েছে তৃণমূলের কর্মীরা।বিজেপির আরেক নেতা শমীক ভট্টাচার্য বলেছেন, পশ্চিমবঙ্গে এখন জঙ্গলরাজ চলছে। এর সমুচিত জবাব দেবে এই রাজ্যের মানুষ।বোলপুর শহরের ডাকবাংলো মাঠে গতকাল দুপুরে বিজেপির একটি জনসভা অনুষ্ঠিতহয়। এতে ভাষণ দেন বিজেপির সংসদ সদস্য প্রখ্যাত সঙ্গীতশিল্পী বাবুল সুপ্রিয় ওবিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা। এ জনসভায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসাপ্রায় দু হাজার নেতা-কর্মী বিজেপিতে যোগদান করেন।