বিএসএফের গুলিতে দুজন নিহত হওয়ার দাবি পাকিস্তানের

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে দুজন নাগরিককে ভারতীয় সেনারাবিনা উসকানিতে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। গতকাল শনিবারএ ঘটনা ঘটে।পাকিস্তানের একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা জানিয়েছে, শিয়ালকোটের কাছে চাপরার ও হারপালে ভারতীয়সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবার বিনা উসকানিতে গুলি ছুড়েছে। এতেগুলিবিদ্ধ হয়ে একজন নারী ও একজন বয়স্ক ব্যক্তি নিহত হন। জ্যেষ্ঠ কর্মকর্তাবলেন, সেখানে এখনো থেমে থেমে গুলি চলছে।

পাকিস্তান ও ভারত একে অন্যেরবিরুদ্ধে বরাবরই ২০০৩ সালে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেআসছে। দুদেশের মধ্যে তিনবার যুদ্ধ হয়েছে। এর মধ্যে দুটি যুদ্ধই ছিলোবিভক্ত ও বিতর্কিত কাশ্মীর অঞ্চল নিয়ে।পাকিস্তানের কর্মকর্তারা দাবি করেন, শিয়ালকোটে গত মাসে বিএসএফের গুলিতে একজন নিহত হন।