বিএনপি-জামায়াতের স্লোগান দিয়ে গাড়ি ভাঙচুরকালে ৩ যুবলীগকর্মী আটক

স্টাফ রিপোর্টার: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডে বিএনপি জামায়াতের নামে স্লোগান দিয়ে গাড়ি ভাঙচুর ও ছিনতাইকালে তিন যুবলীগ কর্মীকে আটক করেছে স্থানীয় জনতা। গত বুধবার বিকেলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকের কাছে ছেড়ে দেয়া হয়। স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার হরতাল শেষে রাতে সাত/আটজন সন্ত্রাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকু-ব্রিজের ওপর ও সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা এলাকায় বিভিন্ন যানবাহনে হামলা চালিয়ে ২০/২৫টি গাড়ি ভাঙচুর এবং যাত্রীদের কাছ থেকে মালামাল ও টাকা মোবাইলফোন লুট করে। এ সময় সন্ত্রাসীরা ‘নারায়ে তাকবির আল্লাহু আকবর’ ও জামায়াত শিবির ও বিএনপির নামে স্লোগান দিতে থাকে। সন্ত্রাসীদের হামলায় মাইক্রোবাস যাত্রী মীরসরাই এলাকার নাছিফা (১১), মমতাজ বেগম (৩৪), মনির উদ্দিন (১৮), মহিউদ্দিন (৩৮), মেসতাক উল্লাহসহ (৩২) বেশ কয়েকজন আহত হয়। তাদের টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এ সময় যাত্রীদের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে সন্ত্রাসীদের ধাওয়া করে সুভাস দাশ (১৮), সবুজ দাশ (২২) ও  শাহীন (১৯) নামে তিন জনকে ধরে ফেলে।