বিএনপিকে জঙ্গিবাদে জড়ানোর ষড়যন্ত্র চলছে : ফকরুল

 

স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন, জঙ্গিবাদের উত্থান হয়েছিল আওয়ামী লীগের আমলে। অথচ এখন বিএনপিকে নতুন করে জঙ্গিবাদের সঙ্গে জড়ানোর ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী যুবদল এ আলোচনা সভার আয়োজন করে। যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, বিএনপির যুগ্ম মহাসচির বরকতুল্লাহ বুলু, সাইফুল আলম নীরব, এসএম জাহাঙ্গীর প্রমুখ। বিএনপি জঙ্গিবাদী সংগঠন’ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর এমন বক্তব্যের প্রতিবাদে ফখরুল বলেন, আপনি (ইনু) অতীত ইতিহাস একেবারেই ভুলে গেছেন। সেই সাথে তো জনগণকেও ভুলিয়ে দিতে চান। তিনি আরো বলেন, আপনার আওয়ামী লীগ থেকে বেরিয়ে জাসদ গঠন করে ত্রিশ হাজার মানুষকে হত্যা করেছিলেন।
আওয়ামী লীগকে জঙ্গিবাদ ও সন্ত্রাসের জনক আখ্যায়িত করে তিনি বলেন, অস্ত্র তাদের হাতে, বোমা মারছে তারা, মিছিলে গুলি করছে তাদের পুলিশ, হামলা করছে তাদের লোকজন। সহিংসতা তারা করে আর দোষ দেয় বিএনপির। তিনি বলেন, সমস্ত চক্রান্তের সঙ্গে আওয়ামী লীগ জড়িত।