বাগদাদ দখলের ঘোষণা দিলো আইএসআইএল

 

মাথাভাঙ্গা মনিটর: ইরাকেররাজধানী বাগদাদ দখলের ঘোষণা দিয়েছে আল-কায়েদা সমর্থিত জঙ্গি গোষ্ঠী স্টেটঅব ইরাক অ্যান্ড দ্যা লিভ্যান্ট বা আইএসআইএল। এক অডিও রেকর্ডে তারা এ ঘোষণাদেয় বলে সিএনএন জানিয়েছে। গতবৃহস্পতিবার ভোরে আইএসআইএলের ওয়েবসাইডে এ অডিওবার্তাটি প্রকাশিত হয়।এদিকে ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকিজঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রতি যেঅনুরোধ জানিয়েছিলেন তা প্রত্যাখ্যান করা হয়েছে। গতবৃহস্পতিবার দা নিউইয়র্কটাইমস পত্রিকার বরাত দিয়ে আল জাজিরা জানায়, আইসআইএলের ক্রমবর্ধমান আগ্রাসনমোকাবেলায় গত মাসে মার্কিন সরকারের প্রতি ড্রোন ও বিমান হামলার অনুরোধকরেছিলেন প্রধানমন্ত্রী মালিকি। কিন্তু যুক্তরাষ্ট্র তার এ অনুরোধপ্রত্যাখ্যান করে বলেছে, তারা ইরাকের আভ্যন্তরীণ জটিলতায় নিজেদের যুক্তকরবে না।এদিকে আইএসআইএলের মুখপাত্র আবু মুহাম্মাদ আল-আদনানি এক ভিডিওবার্তায় তার যোদ্ধাদের বাগদাদের দিকে রওয়ানা দেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, কিছুক্ষণের মধ্যেই বাগদাদ ও কারবালা আমাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে। কাজেইতোমরা এজন্য প্রস্তুত হও। আদনানি তার গেরিলা গোষ্ঠীকে বলেছেন, শত্রুর প্রতিসদয় হইও না; আসল যুদ্ধ এখনো শুরু হয়নি-মূল যুদ্ধ হবে বাগদাদ ও কারবালায়।ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল-মালিকিরও সমালোচনা করেন আদনানি।