বাকপ্রতিবন্ধী যুবতীর মিললো পরিচয় : ফিরলো আপন ঠিকানায়

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় অপরিচিত বাকপ্রতিবন্ধী যুবতীকে উদ্ধার করে স্থানীয় জনগণ তার ছবি দিয়ে দৈনিক মাথাভাঙ্গায় সংবাদ প্রকাশিত হওয়ায় পরিচয় মিলে স্বজনদের সাথে ফিরেছে আপন ঠিকানায়। সাংবাদিক শরিফ রতন ও স্থানীয় জনগণ গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে বাকপ্রতিবন্ধী যুবতীকে তার স্বজনদের হাতে তুলে দেন। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বড় গাংনী ইউনিয়নের ফুলবগাদি গ্রামের মো. হায়দার আলীর বাকপ্রতিবন্ধী যুবতী কন্যা শিখা (১৭) গত মঙ্গলবার পথ ভুলে চলে যায় কার্পাসডাঙ্গায় সন্ধ্যা নামার সাথে সাথে বখাটেদের কবলে পড়ে শিখা। এ সময় সাংবাদিক শরিফ রতন ও রমজান বিশ্বাসসহ স্থানীয় জনগণের সহায়তায় মেয়েটিকে উদ্ধার করে রমজানের হেফাজতে রাখা হয়। গত বৃহস্পতিবার পত্রিকায় ছবিসহ সংবাদ দেখে গতকাল শুক্রবার ছুটে যায় শিখার দুলাভাই টিসার উদ্দিন। গতকালই যুবতী শিখাকে তুলে দেয়া হয় তার দুলাভাইয়ের হাতে। এ সময় উপস্থিত ছিলেন রমজান বিশ্বাস, শরিফ রতন, আ. কাদের বিশ্বাস, জিল্লুর রহমান, জহির খান প্রমুখ।