বাউল সুর গ্রামবাংলার মানুষের প্রাণ ছুঁয়ে যায়

দর্শনা আকন্দবাড়িয়ায় বাউল উৎসবের আলোচনাসভায় কেরুজ এমডি আজিজুর রহমান

 

দর্শনা অফিস: চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়ায় প্রতি বছরের মতো এ বছরো শুরু হয়েছে বাউল ও লোকজ উৎসব। মরমি কবি লালন শাহ’র কালজয়ি গান ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ এ প্রতিবাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া নতুনপাড়ার বাউল পরিষদের আয়োজনে কেরুজ মাঠে শুরু হয়েছে ৪ দিনব্যাপি বাউল ও লোকজ উৎসবের গতকাল শুক্রবার ছিলো ২য় দিন।

আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যকালে কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আজিজুর রহমান বলেন, বাউল সাধক লালন ছিলেন দার্শনিক। তিনি তার গানের মধ্যদিয়ে কূসংস্কারের বিরুদ্ধে ও সমাজ সংস্কারের কথা বলেছেন। বাউল সঙ্গীতে মিশে আছে মাটির গন্ধ। যে গন্ধ আবহমান বাংলার ঐতিহ্য বহন করে আসছে। তাই বাউল সুর গ্রামবাংলার মানুষের প্রাণ ছুঁয়ে যায়। দর্শনা প্রেসক্লাব সভাপতি হানিফ মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রধান সিপিই ফরিদ আহম্মেদ, কেরুজ সেলস অফিসার শেখ মোহাম্মদ শাহবুদ্দিন, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকরামুল হক পিপুল, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এসএম ওসমান প্রমুখ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উৎসেবর আয়োজক সাংবাদিক মনিরুজ্জামান ধীরু। উপস্থাপনা করেন সাংবাদিক রেজাউল করিম লিটন।