বাংলাদেশ সীমান্তে ঢুকে কিশোরকে পিটিয়ে আহত করেছে বিএসএফ

 

স্টাফ রিপোর্টার: ভারতের পেট্রোপোলে বিএসএফ সদস্যরা বেনাপোল চেকপোস্টের রফতানি গেট পার হয়ে  সীমানার ভেতরে প্রবেশ করে বাংলাদেশি এক কিশোরকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে। আহতের নাম আকাশ (১৩)। তার বাবার নাম আব্দুস সালাম। যশোর জেলার মনিরামপুর টেংরামারী গ্রামে তাদের বাড়ি বলে জানা গেছে।

গতকাল মঙ্গলবার বেলা ১টার দিকে চেকপোস্টের রফতানি গেটে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আকাশকে উদ্ধার করে বেনাপোল দিঘিরপাড় রজনী ক্লিনিকে নিয়ে ভর্তি করেছে। ২৬ বিজিবি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার নজরুল জানান, রফতানি গেটের পাশে রেললাইন বিজিবি পোস্টের মাধ্যমে জানতে পারি গতকাল মঙ্গলবার দুপুরে বিএসএফ এক বাংলাদেশি কিশোরকে পিটিয়ে জখম করেছে। পরে স্থানীয়রা কিশোরকে উদ্ধার করে বেনাপোল রজনী ক্লিনিকে ভর্তি করেছে।