বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার নির্বাচন

লেমন-জগলু-ইবু পরিষদের পূর্ণাঙ্গ প্যানেল পরিচিতি
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গার নির্বাচনে দুটি প্যানেল ভোটযুদ্ধে মুখোমুাখি হতে যাচ্ছে। গতকাল রোববার প্রার্থিতা দাখিলের শেষ দিনে দুটি প্যানেলেই পূর্ণাঙ্গ প্রার্থীদের মনোনয়ন পেশ করেছেন। বাছাই ও প্রত্যাহারের দিন পেরিয়ে আগামী ২১ অক্টোবর বরাদ্দ করা হবে প্রতীক। এর আগেই দুটি প্যানেলই শুরু করেছে প্রচার প্রচারণা। হাতে পাওয়া গেছে লেমন-জগলু-ইবু পরিষদের পূর্ণাঙ্গ প্যানেল। এ পরিষদের সভাপতি পদে হাজি মো. আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সিনিয়র সহসভাপতি পদে আব্দুল কাদের জগলু ও সাধারণ সম্পাদক পদে ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু রয়েছেন।
এ পরিষদের পূর্ণাঙ্গ প্যানেলে যারা রয়েছেন তারা হলেন সভাপতি পদে হাজি মো. আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সিনিয়র সহসভাপতি পদে আব্দুল কাদের জগলু, সহসভাপতি পদে ৫ জন যাথাক্রমে নীল রতন সাহা, হাজি মো. শাহাবুদ্দিন মল্লিক, মো. মহিদুল ইসলাম ভাষা, মো. সামসুজ্জামান খোকন ও মো. সফিউদ্দিন, সাধারণ সম্পাদক পদে মো. ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, যুগ্মসাধারণ সম্পাদক পদে হাজি মো. সেলিম রেজা, সহসাধারণ সম্পাদক পদে ৩ জন যথাক্রমে হাবিল হোসেন জোয়ার্দ্দার, মো. দেলোয়ার উদ্দীন জোয়ার্দ্দার দুলু ও শ্রী নিশিত চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক পদে মো. নুরুজ্জামান খোকন, সহসাংগঠনিক সম্পাদক পদে এসএম শামীম মাসুদ, কোষাধ্যক্ষ পদে তহিবুর রহমান জোয়ার্দ্দার বাবু, দফতর সম্পাদক পদে হাসান সাইফুল্লাহ খালিদ, প্রচার সম্পাদক পদে মাফিজুর রহমান মাফি, সাংস্কৃতিক সম্পাদক পদে পবিত্র কুমার আগরওয়ালা, ধর্ম ও সমাজসেবক সম্পাদক পদে ডা. নাজমুল আলম খান, ক্রীড়া সম্পাদক পদে মো. মহসিন রেজা, কার্যকরী সদস্য পদে মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল, জাকির হোসেন, গোলাম মোস্তফা শেখ মাস্তার, গিয়াস উদ্দিন বাচ্চু, মফিজুর রহমান জোয়ার্দ্দার হাবলু, মো. মাহবুব আলম রিংকু, শ্রী কিশোর কুমার কু-ু, মো. নাজিম উদ্দীন, মো. স্বপন, আজমল হোসেন ঝড়–, শাহিদু হাসান ফিরোজ, মো. আব্দুল মালেক, মো. আসলাম আলী, নওশাদ আলী, আব্দুল বারী, নুরুল আমিন, রাশিদুল হক তুষার, মো. আতিয়ার, মো. হাফিজুল হক লাভলু, দিপঙ্কর দে, মো. গোলাম মওলা খান, হাজি মো. রমজান আলী, শেখ পেয়ার মুহম্মদ, আবুল কালাম, মো. রোকন উদ্দিন মিলো, টিপু সুলতান মালিক, মো. আহসান খাঁন, মো. জাকির হোসেন টুটুল, মো. আশরাফুর রহমান জোয়ার্দ্দার মিলন, মো. ইলিয়াছ হোসেন, মো. বজলুর রহমান, মো. মাছুম বিশ্বাস ও মো. বিপ্লব হোসেন।