বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গার আয়োজনে শেখ মুজিবুর রহমানের শাহাদতবাষির্কী উপলক্ষে আলোচনা

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গার  আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদতবাষির্কী উপলক্ষে আলোচনা, দোয়া-মাহফিল, হামদ-নাত ও ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা শ্রীমন্ত টাউন হলে অনুষ্ঠিত আলোচনাসভায় চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের প্রতিনিধি মাও. জহুরুল হক। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অতিরিক্ত পুলিশ সুপার সালেহ উদ্দীন, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক এটিএম এনামূল হক ও জেলা আওয়ামী লীগের ধর্মবিষায়ক সম্পাদক কেন্দ্রীয় ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদউজ্জামান লিটু বিশ্বাস। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন। বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলাসহ প্রত্যন্ত গ্রাম-গঞ্জে ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদ ভিত্তিক পাঠাগার প্রকৃত ইসলামী জ্ঞানশিক্ষা দিয়ে থাকে। ধর্মীয় গোড়ামির মাধ্যমে যারা ইসলামের অপব্যাখা প্রদান করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে, তারা প্রকৃত পক্ষে ইসলামের আদর্শচ্যুত। শেষে মিলাদ-মাহফিল, দোয়া ও হামদ-নাত এবং ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শামসুল হক।